PM Narendra Modi: ‘আপনাদের সকলেরই কৃতিত্ব প্রাপ্য’, জি-২০ সামিটে নিযুক্ত কর্মীদের সঙ্গে নৈশভোজ মোদীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 22, 2023 | 9:50 PM

G-20 Summit: এদিনের নৈশভোজে জি-২০ সামিটে নিযুক্ত আধিকারিক, বিভিন্ন পদের কর্মী মিলিয়ে প্রায় ৩ হাজার জন আমন্ত্রিত ছিলেন। যার মধ্যে বিভিন্ন মন্ত্রকের ও সরকারি দফতরের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক থেকে সাফাইকর্মী, গাড়িচালক, ওয়েটারের মতো কর্মীবৃন্দও রয়েছেন।

PM Narendra Modi: আপনাদের সকলেরই কৃতিত্ব প্রাপ্য, জি-২০ সামিটে নিযুক্ত কর্মীদের সঙ্গে নৈশভোজ মোদীর
সরকারি কর্মী ও আধিকারিকদের সঙ্গে নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জি-২০ সামিট (G-20 Summit) সফল হয়েছে বলে রাষ্ট্রনেতাদের ভূয়সী প্রশংসা পেয়েছে। এবার এই সাফল্যের কৃতিত্ব এই সামিটের আয়োজনে নিযুক্ত বিভিন্ন পদের আধিকারিক থেকে অধস্তন কর্মীদের দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নয়া দিল্লিতে তাঁদের সঙ্গে এক নৈশভোজেও যোগদান করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।

‘ভারত মণ্ডপম’-এ জি-২০-র সামিটের আয়োজনে নিযুক্ত সকল সরকারি আধিকারিক থেকে কর্মীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমরা সব জায়গা থেকে প্রশংসা পেয়েছি এবং এটা সম্ভব হয়েছে এই সামিটে নিযুক্ত সকল কর্মীদের কঠোর পরিশ্রমের ফলে। জি-২০ সামিটের বিপুল সাফলের কৃতিত্ব আপনাদের সকলের।” জি-২০ সামিটে নিযুক্ত সকল পদমর্যাদার কর্মী-আধিকারিকদের প্রশংসা করার পাশাপাশি তাঁদের অভিজ্ঞতার কথাও শুনতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

জি-২০ সামিট আয়োজনের অভিজ্ঞতা ওয়েবসাইটে তুলে ধরার ব্যাপারে সকল কর্মী ও আধিকারিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আমার একটি অনুরোধ রয়েছে। আপনারা আপনাদের অভিজ্ঞতা ওয়েবসাইটে রেকর্ড করুন। আগামী দিনে এরকম কোনও অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে এটা গাইডলাইন হিসাবে কাজ দেবে।”

এদিনের নৈশভোজে জি-২০ সামিটে নিযুক্ত আধিকারিক, বিভিন্ন পদের কর্মী মিলিয়ে প্রায় ৩ হাজার জন আমন্ত্রিত ছিলেন। যার মধ্যে বিভিন্ন মন্ত্রকের ও সরকারি দফতরের বিভিন্ন পদমর্যাদার আধিকারিক থেকে সাফাইকর্মী, গাড়িচালক, ওয়েটারের মতো কর্মীবৃন্দও রয়েছেন। মূলত, এঁদের কাজের স্বীকৃতি দিতেই এদিন বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নৈশভোজে যোগ দিয়ে আধিকারিক থেকে কর্মীবৃন্দের সঙ্গে আলাপচারিতা করেন।

জি-২০ সামিটের আয়োজনে নিযুক্ত আধিকারিক থেকে কর্মীদের এর আগেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামিট শেষ হওয়ার পরই একদিন হঠাৎ করে প্রধানমন্ত্রী জি-২০-র সচিবালয়, সুষমা স্বরাজ ভবনে যান এবং সেখানকার আধিকারিকদের কঠোর পরিশ্রমে জি-২০ সামিটের সফল হয়েছে জানিয়ে তাঁদের ধন্যবাদ জানান। জি-২০ সামিটের অভিজ্ঞতা নিয়ে বিদেশ মন্ত্রকের আধিকারিক থেকে বিভিন্ন পদমর্যাদার কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন এবং তাঁদের অভিজ্ঞতা শুনেছেন।

Next Article