PM Narendra Modi Birthday: সকাল থেকেই ঠাসা কর্মসূচি, জন্মদিনেও দায়িত্ব পালনেই ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 17, 2022 | 11:25 AM

PM Narendra Modi: বিজেপির তরফেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজ ১৭ অক্টোবর থেকে আগামী ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন অবধি এই বিশেষ কর্মসূচি জারি থাকবে। টানা এই ১৫ দিন ধরে বিজেপি কর্মীরা সেবা কর্মসূচি চালাবে।

PM Narendra Modi Birthday: সকাল থেকেই ঠাসা কর্মসূচি, জন্মদিনেও দায়িত্ব পালনেই ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ৭২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে দেশজুড়ে। তবে সারাদিন নানা কাজেই ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর জন্মদিনেই নামিবিয়া থেকে আগত আটটি চিতা আসছে। ওই চিতাগুলিকে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে ছাড়বেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি বিশ্বকর্মা পুজো উপলক্ষে আইটিআই পড়ুয়াদের জন্য আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যাবেলায় জাতীয় লজিস্টিক নীতির ঘোষণা করবেন তিনি। এছাড়া বিজেপির তরফেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবারই মধ্যরাতে উজবেকিস্তান থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমেই তিনি যাবেন মধ্য প্রদেশে। সেখানে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে ছাড়া হবে নামিবিয়া থেকে আগত আটটি চিতা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই ওই চিতাগুলিকে আনা হয়েছে। ওই চিতাগুলি সম্পর্কেও দেশবাসীকে অবগত করবেন তিনি। পাশাপাশি মধ্য প্রদেশের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

বিশ্বকর্মা পুজো উপলক্ষে আইটিআই পড়ুয়াদের জন্য দীক্ষা সমারোহ নামে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রায় ৪০ লক্ষ পড়ুয়া ওই সম্মেলনে অংশ নেবেন। সেই অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী। বিকেলে জাতীয়  লজিস্টিক নীতির সূচনা করবেন প্রধানমন্ত্রী।

বিজেপির তরফেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আজ ১৭ অক্টোবর থেকে আগামী ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন অবধি এই বিশেষ কর্মসূচি জারি থাকবে। টানা এই ১৫ দিন ধরে বিজেপি কর্মীরা সেবা কর্মসূচি চালাবে। এর অধীনে দেশের প্রত্যেকটি জেলায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে টিবি-মুক্ত করার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বপ্নকে পূরণ করতেই বিশেষ টিবি মুক্তি কর্মসূচি চালু করা হবে আজ থেকে। এই কর্মসূচিতে সাধারণ নাগরিকদের এক বছরের জন্য টিবি রোগীদের চিকিৎসা ও অন্যান্য খরচ বহনের অনুরোধ করা হবে। এছাড়া সাফাই অভিযানও চালানো হবে দেশজুড়ে। জল সংরক্ষণ ও পিপুল গাছ লাগানোও হবে।

প্রধানমন্ত্রী মোদীর জীবন ও কাজ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। আজ দিল্লিতে বিজেপির জাতীয় কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভার সমস্ত সাংসদরাও সেবা কর্মসূচিতে অংশ নেবেন।

Next Article