Modi in USA: তিন দিনে মোদীময় আমেরিকা! ৪ মিনিটে গোটা সফরের ঝলক দেখালেন প্রধানমন্ত্রী
Modi in USA: মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর তিন দিনের সফর শেষে, ভারতীয় সময় মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর মাধ্যমে তাঁর মার্কিন সফরের বিভিন্ন মুহূর্তর ঝলক ভাগ করে নিলেন তিনি। সফরে কী কী করলেন মোদী?
নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর তিন দিনের সফর শেষে, ভারতীয় সময় মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর মাধ্যমে তাঁর মার্কিন সফরের বিভিন্ন মুহূর্তর ঝলক ভাগ করে নিলেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, “আমাদের গ্রহকে আরও ভাল করার লক্ষ্যে একাধিক বিষয়ের উপর জোর দিয়ে, বৈচিত্রপূর্ণ অনুষ্ঠানে ঠাসা এই মার্কিন সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল।” তিনদিনের মার্কিন সফরে কোয়াড গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ‘সামিট অব দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের শীর্ষ সম্মেলনে’ ভাষণও দেন তিনি।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদী। ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড গোষ্ঠীর রাষ্ট্রনেতাদের বৈঠকের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। কোয়াড শীর্ষ সম্মেলনের পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের প্রধানমন্ত্রীদের সঙ্গে দুটি দ্বিপাক্ষিক বৈঠকও করেন প্রধানমন্ত্রী মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
This has been a fruitful USA visit, covering diverse programmes and focusing on a series of subjects aimed at making our planet better. Here are the highlights. pic.twitter.com/JXKS0XKDps
— Narendra Modi (@narendramodi) September 24, 2024
উইলমিংটন থেকে প্রধানমন্ত্রী মোদী এসেছিলেন নিউইয়র্কে। সেখানকার নাসাউ কলেসিয়ামে ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের এক বিশাল সমাবেশে ভাষণ দেন তিনি। সেখানে ভারতকে তিনি ‘ল্যান্ড অব অপারচুনিটি’ বা ‘সুযোগের দেশ’ হিসাবে তুলে ধরেন। প্রবাসীদের তিনি আরও জানান, তৃতীয় মেয়াদে তিনি দেশের জন্য অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি আরও বলেন, “ভারতের অগ্রাধিকার বিশ্বে চাপ বৃদ্ধি নয় বরং প্রভাব বৃদ্ধি। আমরা আগুনের মতো জ্বালিয়ে দিই না, সূর্যের কিরণের মতো আলো দিয়ে থাকি। আমরা আধিপত্য বিস্তার করতে চাই না। বিশ্বের সমৃদ্ধিতে সহযোগিতা বাড়াতে চাই।” পরে, বিভিন্ন মার্কিন প্রযুক্তি সংস্থার সিইওদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন তিনি। মার্কিনি সিইওদের সামনে তিনি ভারতের সম্বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।
মার্কিন সফরের তৃতীয় তথা শেষ দিনে, নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ‘ভবিষ্যতের শীর্ষ সম্মেলনে’ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তিতে নিহিত, যুদ্ধক্ষেত্রে নয়। সারা বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার জরুরি। সংস্কারই প্রাসঙ্গিক থাকার মূল কথা।”