নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ হিসাবে উঠে আসছে ভারত। শুধু তাই নয়, ভারত যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসাবে উঠে আসবে, তখন প্রত্যেকেই এর সঙ্গে নিজেদের জন্য ভাল ভবিষ্যৎ দেখতে পাবে। নয়া দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে এমনই দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
শুক্রবার লালকেল্লায় ‘ইন্ডিয়ান আর্ট, কালচার অ্যান্ড ডিজাইন বিয়েনালে (IAADB) ২০২৩’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকেই মোদীর ঘোষণা, “সমগ্র বিশ্বের অগ্রগতিতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সংযুক্ত এবং আত্মনির্ভর ভারত মিশন নিয়ে আসছে নতুন সুযোগ।” একসময়ে ভারতের যে অর্থনৈতিক সমৃদ্ধি ছিল এবং গোটা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু ছিল, সেই উজ্জ্বল অতীতের কথা স্মরণ করে ধরেন প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজকের দিনেও ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য গোটা বিশ্বের পর্যটকদের আকর্ষিত করে।” এপ্রসঙ্গে দেশের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে প্রথম ৫টি শহর- দিল্লি, কলকাতা, মুম্বই, আহমেদাবাদ এবং বারাণসীর নাম উল্লেখ করেন তিনি।
IAADB অনুষ্ঠান থেকে লালকেল্লায় আত্মনির্ভর ভারত সেন্টার ফর ডিজাইন-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কেন্দ্র স্থানীয় শিল্পকলার অগ্রগতিতে সহায়তা করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি IAADB অনুষ্ঠান মঞ্চ থেকে স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন এবং গোটা প্রদর্শনী ঘুরে দেখেন। IAADB দিল্লিকে সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে তুলে ধরবে বলেও জানান নমো। এদিনও আত্মনির্ভর ভারত সেন্টার উদ্বোধন করে দেশীয় সামগ্রী তুলে ধরার উপর জোর দেন তিনি। দেশীয় নকশাও পড়াশোনা এবং গবেষণার একটি অংশ এবং এর যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “শিল্প ও সংস্কৃতি মানুষের মনের অন্তর্নিহিত ভাবনার সঙ্গে জড়িত এবং সেই অন্তর্নিহিত সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার জন্য শিল্প ও সংস্কৃতি বিশেষ গুরুত্বপূর্ণ।”