নয়া দিল্লি: সামনেই লোকসভা নির্বাচন। তার মাঝেই দেশের গেমারদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাদের সঙ্গে কথাই নয়, নিজেও মোবাইল গেমিং, ভিআর পরখ করে দেখলেন। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই সেই ভিডিয়ো আপলোড করা হয়েছে। প্রধানমন্ত্রী ও গেমারদের মধ্যে হওয়া আলাপচারিতার ভিডিয়োও প্রকাশ হয়েছে সকাল ৯টায়।
প্রধানমন্ত্রী মোদী ও দেশের সেরা গেমারদের সাক্ষাৎ ও আলাপচারিতার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ভিআর লাগিয়ে অনলাইন গেম খেলছেন। মোবাইলের পাশাপাশি কম্পিউটারেও গেম খেলেন তিনি।
দেশের টপ গেমার অনিমেষ আগরবাল (8bitThug), মিথিলেশ পাটকার (MythPat), পায়েল ধরে (Payal gaming), নমন মাথুর (SoulMortal), গনেশ গঙ্গাধর (SkRossi) প্রমুখ।
প্রধানমন্ত্রী মোদীর গেমারদের সঙ্গে সাক্ষাৎ দেশের গেমিং কমিউনিটিকে আরও জনপ্রিয় ও মজবুত করে তুলবে। ভবিষ্যৎ বিনিয়োগও আসবে বলে আশাবাদী গেমাররা।