PM Narendra Modi: অত্যাধুনিক রূপে সাজবে দেশের ৫০৮ স্টেশন, উদ্বোধন মোদীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 06, 2023 | 1:05 PM

রবিবার ভার্চুয়ারি সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন। মোট ৫০৮টি স্টেশনকে সাজাতে খরচ হবে প্রায় ২৫ হাজার কোটি টাকা।

PM Narendra Modi: অত্যাধুনিক রূপে সাজবে দেশের ৫০৮ স্টেশন, উদ্বোধন মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: facebook

Follow Us

নয়াদিল্লি: দেশের ৫০৮টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তুলবে ভারতীয় রেল। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এই স্টেশন গুলিকে সাজিয়ে তোলা হবে। রবিবার ভার্চুয়ারি সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন। মোট ৫০৮টি স্টেশনকে সাজাতে খরচ হবে প্রায় ২৫ হাজার কোটি টাকা।

  1. পশ্চিমবঙ্গের মোট ৩৭টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে সাজিয়ে তোলা হবে। এর জন্য খরচ হবে প্রায় ১৫০৩ কোটি টাকা।
  2. পশ্চিমবঙ্গের এই স্টেশ গুলিকে সাজিয়ে তোলা হবে- আলুয়াবাড়ি রোড জংশন, অম্বিকা কালনা, অন্ডাল জংশন, আসানসোল জংশন, আজিমগঞ্জ স্টেশন, বর্ধমান জংশন, ব্যারাকপুর, বহরমপুর কোর্ট, বেথুয়াডহরী, বিন্নাগুড়ি, বোলপুর (শান্তিনিকেতন), চাঁদপাড়া, দলগাঁও, ডলাখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি, কাটোয়া জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, মাদলা টাউন, নবদ্বীপ ধাম, নিউ আলিপুরদুয়ার, নিউ ফারাক্কা, নিউ মাল জংশন, পান্ডবেশ্বর, রামপুরহাট জংশন, সামসি, শিয়ালদহ, শান্তিপুর, শেওড়াফুলি জংশন, তারকেশ্বর।
  3. অত্যাধুনিক যাত্রী পরিষেবা দেওয়ার লক্ষ্যেই স্টেশন গুলিকে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সে জন্যই অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়েছে ভারতীয় রেল। এই প্রকল্পের অধীনে দেশের মোট ১৩০৯ স্টেশনকে সাজিয়ে তোলা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে সাজিয়ে তোলা হবে ৫০৮ স্টেশনকে।
  4. ৫০৮টি স্টেশন ছড়িয়ে রয়েছে দেশের ২৭ রাজ্যে। এর মধ্যে উত্তর প্রদেশ ও রাজস্থানে রয়েছে ৫৫টি করে স্টেশন. বিহারে ৪৯টি, মহারাষ্ট্রে ৪৪টি, পশ্চিমবঙ্গে ৩৭টি, মধ্য প্রদেশে ৩৪টি, অসমে ৩২টি, ওড়িশায় ২৫টি, পঞ্জাবে ২২টি, গুজরাত ও তেলঙ্গানায় ২১টি, ঝাড়খণ্ডে ২০টি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ১৮টি, হরিয়ানা ও কর্নাটকে ১৩টি।
  5. ভারতের সোনার সময় শুরু হয়েছে বলে মন্তব্য করলেন মোদী। তিনি বলেছেন, “উন্নয়নের লক্ষ্যে এগিেয়ে যাচ্ছে ভারত। সোনার সময় শুরু হয়েছে। ভারতের রেলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হল।”
  6. অমৃত স্টেশন গুলি ওই এলাকার ঐতিহ্যকে তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর জেরে পর্যটনেরও গতি আনবে বলে মনে করেন মোদী।
  7. এ দিনের অনুষ্ঠান থেকে বিরোধীদের উদ্দেশে কটাক্ষও ছুড়েছেন মোদী।
Next Article