Election Commissioner Appointment: লোকসভার দিন ঘোষণার আগেই নিয়োগ নতুন ২ কমিশনার, ১৫ মার্চ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

Lok Sabha Election 2024: কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী ১৫ মার্চ বৈঠকের পরই নতুন দুইজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হতে পারে। শনিবার বিকেলে অরুণ গোয়েল ইস্তফা দিলেও, তার আগেই দুপুরে ১৫ মার্চের এই বৈঠকের নোটিস জারি করা হয়।

Election Commissioner Appointment: লোকসভার দিন ঘোষণার আগেই নিয়োগ নতুন ২ কমিশনার, ১৫ মার্চ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
শীঘ্রই নিয়োগ হবে নতুন দুই কমিশনার।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Mar 11, 2024 | 6:57 AM

নয়া দিল্লি: সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু নির্বাচন করাবে কে? নির্বাচন কমিশনারই তো নেই। শনিবার অরুণ গোয়েল নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দেওয়ার পর কমিশনে একা সদস্য রয়ে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাকি দুই শূন্যপদ অবিলম্বে পূরণ করতেই বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, নতুন দুই নির্বাচন কমিশনার নিয়োগ করতে আগামী ১৫ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকেই নির্বাচন কমিশনার পদে প্রার্থী বাছাই করা হবে এবং তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ করা হবে।

সকলকে চমকে দিয়ে শনিবার হঠাৎই নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশনারের ইস্তফায় মহা ফাঁপরে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, কারণ বর্তমানে কমিশনে তিনি একাই সদস্য। অরুণ গোয়েল ছাড়া অনুপ চন্দ্র পাণ্ডে জাতীয় নির্বাচন কমিশনের সদস্য ছিলেন, কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি তিনিও অবসর গ্রহণ করেছেন। একা মুখ্য নির্বাচন কমিশনার তো গোটা লোকসভা নির্বাচন পরিচালনা করতে পারবেন না। তাই নতুন কমিশনার নিয়োগ করতে তৎপর কেন্দ্র।

নিয়ম অনুযায়ী দেশের রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। তাঁর কাছে এই নাম সুপারিশ করে একটি কমিটি, যার সদস্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী ও একজন কেন্দ্রীয় মন্ত্রী। আগে এই কমিটিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকলেও, গত বছরই সেই আইন সংশোধন করা হয়। কমিটি থেকে বাদ পড়েন প্রধান বিচারপতি।

কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী ১৫ মার্চ বৈঠকের পরই নতুন দুইজন নির্বাচন কমিশনার নিয়োগ করা হতে পারে। শনিবার বিকেলে অরুণ গোয়েল ইস্তফা দিলেও, তার আগেই দুপুরে ১৫ মার্চের এই বৈঠকের নোটিস জারি করা হয়।

ওই নোটিসে উল্লেখ রয়েছে, গত ৭ মার্চই এই বৈঠক হওয়ার কথা ছিল। অনুপ পাণ্ডের অবসরের পর যে শূন্যপদ তৈরি হয়েছে, সেখানে নতুন কাউকে নিয়োগের জন্যই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেই বৈঠক পিছিয়ে যায়। আগামী ১৫ মার্চ বৈঠক হবে।

কীভাবে নতুন নির্বাচন কমিশনার বাছাই হবে?

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের নেতৃত্বে একটি সার্চ কমিটি প্রথমে দুটি প্যানেল তৈরি করবেন দুই শূন্যপদে কমিশনার নিয়োগের জন্য। প্রতিটি প্যানেলে পাঁচজন করে সদস্য থাকবেন। তাদের বাছাই করা নামের তালিকা এরপরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি সিলেকশন কমিটির কাছে পাঠানো হবে। তাঁরা আলোচনা করে দুই কমিশনারের নাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ করবেন। তিনিই নতুন কমিশনারদের নিয়োগ করবেন।