PM Narendra Modi: উত্তরাখণ্ডে কর্তব্যরত জওয়ানদের সঙ্গেই দিপাবলী কাটাবেন নমো, পুজো দিতে পারেন কেদার-বদ্রীনাথেও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 13, 2022 | 7:23 AM

PM Modi's Uttarakhand Visit: সূত্রের খবর, আগামী ২১ বা ২২ অক্টোবরই উত্তরাখণ্ড সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। সেখানের চামোলিতে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানদের সঙ্গে তিনি দেখা করতে পারেন।

PM Narendra Modi: উত্তরাখণ্ডে কর্তব্যরত জওয়ানদের সঙ্গেই দিপাবলী কাটাবেন নমো, পুজো দিতে পারেন কেদার-বদ্রীনাথেও
কেদারনাথের মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর। ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: সবে পার হল দুর্গাপুজো। তবে উৎসবের আমেজ কিন্তু এখনও কাটেনি, কারণ সামনেই দিপাবলী। বাঙালিদের কাছে যেমন এটি আলোর উৎসব, একইভাবে অবাঙালিরাও উদযাপন করেন এই দিনটিকে দিওয়ালি হিসাবে। এবার দিওয়ালিতেই বড় চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আর দিল্লিতে নয়, বরং উত্তরাখণ্ডেই দিওয়ালির দিনগুলি কাটাতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই বিজেপি সূত্রে খবর। জানা গিয়েছে,  দিওয়ালির দিনটি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদর সঙ্গে কাটাতে পারেন। এই কারণেই উত্তরাখণ্ডে যেতে পারেন তিনি।

প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই উৎসবের দিনগুলি একটু অন্যরকমভাবে কাটান নরেন্দ্র মোদী। দেশের সাধারণ নাগরিক যাতে শান্তিতে, নিশ্চিত মনে উৎসব পালন করতে পারেন, তার জন্য সীমান্তে সর্বদা কর্তব্য পালন করছেন সেনা জওয়ানরা। উৎসবের দিনগুলিতে গোটা দেশ আনন্দে মেতে উঠলেও, সেনা জওয়ানরা নিজেদের কর্তব্য়ে অটল থাকেন। সেই কারণেই তাদের সঙ্গ দিতে প্রায় প্রত্য়েক বছরই সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশাপাশি বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও জওয়ানদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।

বিজেপি সূত্রে খবর, এবারের দিপাবলীও সেনা জওয়ানদের সঙ্গেই কাটাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে যেতে পারেন তিনি। সেখানেই চামোলিতে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করবেন তিনি। দিওয়ালি বা দিপাবলীর দিনটি তাঁদের সঙ্গেই কাটাবেন তিনি।

সূত্রের খবর, আগামী ২১ বা ২২ অক্টোবরই উত্তরাখণ্ড সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। সেখানের চামোলিতে ভারত-চিন সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানদের সঙ্গে তিনি দেখা করতে পারেন। আগামী ২৭ অক্টোবর ভাই-ফোঁটা। ওইদিন থেকেই শীতকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কেদারনাথ মন্দির। তার আগেই কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এখনও এই বিষয়ে কোনও তথ্য জানানো না হলেও, সূত্রের খবর, আগামী ২১ অক্টোবর বদ্রীনাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতটি সেখানেই কাটাবেন তিনি। পরেরদিন তিনি কেদারনাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন তিনি। এর আগে গত বছরের ৬ নভেম্বর প্রধানমন্ত্রী মোদী কেদারনাথে গিয়েছিলেন। সেখানে তিনি ৪০৯ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন।

Next Article