AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ৩ রাজ্যে মসনদে বিজেপি, সন্ধ্যায় দলের সদর দফতরে যেতে পারেন মোদী

BJP: এদিন সকালে ভোট গণনার শুরুতে ৪ রাজ্যেই কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে পাশা পাল্টে যায়। তেলঙ্গানা বাদে ৩টি রাজ্যই গিয়েছে বিজেপির ঝুলিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি রাজ্যে গিয়ে জনসভা করার পাশাপাশি তাঁর 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র-ই এই জয়ের প্রধান কারণ বলে জানিয়েছেন বিজেপি নেতা-মন্ত্রীরা।

PM Narendra Modi: ৩ রাজ্যে মসনদে বিজেপি, সন্ধ্যায় দলের সদর দফতরে যেতে পারেন মোদী
নরেন্দ্র মোদী। ফাইল ছবি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 4:37 PM
Share

নয়া দিল্লি: লোকসভা ভোটের আগে সেমিফাইনাল ছিল ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা ও মিজোরামের বিধানসভা ভোট। এই ৫ রাজ্যের মধ্যে মিজোরাম বাদে ৪ রাজ্যের ফল প্রকাশ হয়েছে আজ, রবিবার। যার মধ্যে ৩ রাজ্যেই অভাবনীয় সাফল্য পেয়েছে BJP। কেবল তেলঙ্গানা গিয়েছে কংগ্রেসের ঝুলিতে। ৩ রাজ্যে জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিচ্ছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। এবার ৩ রাজ্যের জয় উদযাপন করতে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) নিজে নয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে যাবেন বলে সূত্রের খবর।

এদিন সকালে ভোট গণনার শুরুতে ৪ রাজ্যেই কংগ্রেস এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে পাশা পাল্টে যায়। তেলঙ্গানা বাদে ৩টি রাজ্যই গিয়েছে বিজেপির ঝুলিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটি রাজ্যে গিয়ে জনসভা করার পাশাপাশি তাঁর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র-ই এই জয়ের প্রধান কারণ বলে জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর জনগণের ভরসাই এই বিপুল জয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে প্রধানমন্ত্রী মোদী এই জয়ের আনন্দ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভাগ করে নিতে চান।

জানা গিয়েছে, ৩ রাজ্যে জয় নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সন্ধ্যায় বিজেপির সদর দফতরে যাবেন বলে শোনা যায়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে জয় উদযাপন করতে চান তিনি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি দলীয় কার্যালয়ে যেতে পারেন বলে সূত্রের খবর। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেন, পরবর্তী লক্ষ্য ২০২৪-এর রণকৌশলের ব্যাপারে দলীয় কর্মীদের কী পরামর্শ দেন, সেটা জানতেই উন্মুখ সকলে।