PM Narendra Modi: রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর, দিলেন মায়ের স্মৃতি জড়ানো বিশেষ উপহার
PM Modi Met King Charles III: বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রধানমন্ত্রী মোদীর কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা নিয়ে পোস্ট করেন। ব্রিটিশ রাজ পরিবারের তরফেও প্রধানমন্ত্রী মোদী ও কিং চার্লসের ছবি শেয়ার করা হয়।

লন্ডন: ঝটিকা সফরে ব্রিটেনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাক্ষর করা হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এক ফাঁকেই রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী। দিলেন এক বিশেষ উপহার।
নরফোকে স্যানড্রিনহাম হাউসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-ব্রিটেনের মধ্য়ে একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। আয়ুর্বেদ, যোগাসন ও মিশন লাইফ নিয়েও আলোচনা করেন তাঁরা। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিং চার্লসকে একটি গাছ উপহার দেন।
This afternoon, The King received the Prime Minister of the Republic of India, @NarendraModi, at Sandringham House. 🇮🇳
During their time together, His Majesty was given a tree to be planted this Autumn, inspired by the environmental initiative launched by the Prime Minister, “Ek… pic.twitter.com/9nhigoCgkw
— The Royal Family (@RoyalFamily) July 24, 2025
‘একটি গাছ মায়ের নামে’ (Ek Ped Maa Ke Naam) শীর্ষক যে উদ্যোগ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী, যেখানে মায়ের নামে গাছ লাগানোর কথা বলেছিলেন। সেই উদ্যোগেরই অংশ হিসাবে ব্রিটেনের রাজাকেও গাছ উপহার দেন প্রধানমন্ত্রী মোদী।
PM @narendramodi met His Majesty King Charles III at Sandringham Estate in England today.
They discussed bilateral issues & progress in 🇮🇳-🇬🇧 ties. They also discussed avenues for collaboration in promoting Ayurveda, Yoga and Mission LIFE (Lifestyle For Environment), to spread… pic.twitter.com/16wEF5l60Q
— Randhir Jaiswal (@MEAIndia) July 24, 2025
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রধানমন্ত্রী মোদীর কিং চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও আলাপচারিতা নিয়ে পোস্ট করেন। ব্রিটিশ রাজ পরিবারের তরফেও প্রধানমন্ত্রী মোদী ও কিং চার্লসের ছবি শেয়ার করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালে দুবাইয়ে জলবায়ু সম্মেলনে শেষবার কিং চার্লসের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

