AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসছে মান্ডি, পরিস্থিতির ওপর নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী

Cloudburst in Mandi: এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালে মেঘ ভাঙা বৃষ্টির পর সিমলা, মান্ডি, কুলু জেলায় নিখোঁজ বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল। উদ্ধারকাজ চালানো হচ্ছে। এলাকার সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসছে মান্ডি, পরিস্থিতির ওপর নজর রাখছেন খোদ প্রধানমন্ত্রী
Follow Us:
| Updated on: Aug 01, 2024 | 3:44 PM

নয়া দিল্লি: দক্ষিণের পর এবার উত্তর। ওয়েনাড়ের পর এবার বৃষ্টিতে বিপর্যয় উত্তরের একাধিক রাজ্যে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় নেমেছে মেঘ ভাঙা বৃষ্টি। তার জেরেই জায়গায় জায়গায় নেমেছে ধস। ভেঙে পড়ছে বাড়ি, দোকান। বাড়ছে মৃত্যুভয়ও। এই পরিস্থিতিতে তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসন যে গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছে, সে কথা উল্লে করেছেন তিনি।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নিজে পুরো নজরদারি চালাচ্ছেন। বিশেষত হিমাচল প্রদেশের মান্ডির পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ওই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে ভারী বৃষ্টি ও মেঘ ভাঙা বৃষ্টির জেরে। সবরকমভাবে যাতে প্রশাসনকে সাহায্য করা হয়, সংশ্লিষ্ট দফতরে সেই নির্দেশ দিয়েছেন মোদী। পুরোদমে চলছে ত্রাণের কাজ।

এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালে মেঘ ভাঙা বৃষ্টির পর সিমলা, মান্ডি, কুলু জেলায় নিখোঁজ বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল। উদ্ধারকাজ চালানো হচ্ছে। এলাকার সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

যে সব ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে পাহাড়ি এলাকা কার্যত ভেসে যাচ্ছে। অন্তত ২০ জনের খোঁজ নেই এখনও পর্যন্ত। হিমাচল প্রদেশের সিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত মান্ডি। সেখানে ক্ষতি হয়েছে উল্লেখযোগ্যভাবে।