PM Narendra Modi: ২০২৪-এর মার্চেই সমস্ত গ্রামে বসবে মোবাইল টাওয়ার: মোদী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 26, 2023 | 6:52 PM

PMO: পিএমও সূত্রে খবর, অসমাপ্ত প্রকল্পের কাজগুলি অবিলম্বে সম্পূর্ণ করতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনবহুল শহর এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে প্রধানমন্ত্রী নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। আবার সেচ প্রকল্পের কাজের ক্ষেত্রে পুনর্বাসন দেওয়ার উপরেও বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

PM Narendra Modi: ২০২৪-এর মার্চেই সমস্ত গ্রামে বসবে মোবাইল টাওয়ার: মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর মসনদে বসার পরই ভারতকে ‘ডিজিটাল ইন্ডিয়া’ করে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মোতাবেক ডিজিটাল লেনদেন চালু করা থেকে অনলাইনে এলপিজি সিলিন্ডার বুকিং শুরু করান। কিন্তু, এখনও দেশের প্রত্যন্ত অনেক গ্রামে মোবাইল টাওয়ার বসেনি। ফলে ইন্টারনেট পরিষেবাও ঠিকমতো পাওয়া যায় না। এবার এই সমস্যা সমাধানে তৎপর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। চলতি অর্থবর্ষের মধ্যেই সমস্ত গ্রামে মোবাইল টাওয়ার (Mobile tower) বসবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি (PM Narendra Modi)।

জানা গিয়েছে, এদিন পিএম-প্রগতি বৈঠক হয়। সেই বৈঠকেই গ্রামাঞ্চলে মোবাইল টাওয়ার বসতে দেরি হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রসঙ্গে বাঁধ প্রকল্পের তুলনা টানেন তিনি। বলেন, বাঁধ তৈরির জন্য জমি দিতে অনেকে বাধা সৃষ্টি করেন। কিন্তু, মোবাইলের টাওয়ার বসানোর জন্য কেউ বাধা দেন না। তাহলে কেন দেরি হচ্ছে, তা নিয়ে রীতিমতো জবাব তলব করেন প্রধানমন্ত্রী। তারপরই চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই দেশের সমস্ত গ্রামে মোবাইল টাওয়ার বসানোর কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অবিলম্বে কাজ শেষ করার বিষয়ে তিনি আধিকারিকদের নির্দেশও দিয়েছেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, মাস চারেক আগে গুজরাটে পিএম-প্রগতির প্রথম বৈঠকে গুজরাটে ৬৬টি মোবাইল টাওয়ার বসানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। তারপর বিভিন্ন এজেন্সিকে কেন্দ্রীয়ভাবে মোবাইল টাওয়ার বসানোর অনুমোদন দিতে ‘গতিসঞ্চার’ পোর্টাল চালু করা হয়।

এদিন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বাঁধ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে অবিলম্বে কাজ শেষ করার ব্যাপারে জলসম্পদ মন্ত্রককে নির্দেশ দেন তিনি। বাঁধ নির্মাণের সঙ্গে খাল কাটার উপরেও জোর দেন প্রধানমন্ত্রী।

পিএমও সূত্রে খবর, অসমাপ্ত প্রকল্পের কাজগুলি অবিলম্বে সম্পূর্ণ করতে তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনবহুল শহর এলাকায় বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করতে প্রধানমন্ত্রী নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। আবার সেচ প্রকল্পের কাজের ক্ষেত্রে পুনর্বাসন দেওয়ার উপরেও বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

Next Article