নয়া দিল্লি: উপসাগরীয় দেশের সরকার ও জনগণের আতিথেয়তায় আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু-দিনের সফর শেষ করে বৃহস্পতিবার তিনি কাতার ছাড়েন। কাতার ছাড়ার মুহূর্তে সেখানকার প্রশাসন ও জনগণকে ধন্যবাদ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী মোদী। ভারত ও কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে তাঁর এই সফর সফল জানিয়ে টুইট করেছেন তিনি (PM Narendra Modi)।
কাতার সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিয়োতে দোহা বিমানবন্দরে তাঁর অবতরণ, কাতার প্রশাসনের তরফে তাঁকে স্বাগত জানানো থেকে শেখ আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, প্রবাসীদের সঙ্গে দেখা করার মুহূর্ত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আলিঙ্গন করার মুহূর্তও ভিডিয়োতে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ভিডিয়ো পোস্টের সঙ্গে শিরোনামে তিনি লিখেছেন, “আমার এই কাতার সফর ভারত-কাতার বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করেছে। ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং সংস্কৃতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা বাড়াতে উন্মুখ ভারত। আমি কাতার সরকার এবং জনগণকে তাঁদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
My visit to Qatar has added new vigour to the India-Qatar friendship. India looks forward to scaling up cooperation in key sectors relating to trade, investment, technology and culture. I thank the Government and people of Qatar for their hospitality. pic.twitter.com/Cnz3NenoCz
— Narendra Modi (@narendramodi) February 15, 2024
এই সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি-সহ পদস্থ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ৮ প্রাক্তন নৌ-আধিকারিককে মুক্তি দেওয়ার জন্য আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ধন্যবাদও জানিয়েছে তিনি। একইসঙ্গে কাতারে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের পূর্ণ সমর্থনের জন্যও আমির আল-থানিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
মূলত বাণিজ্য, শক্তি, বিনিয়োগ এবং নতুন প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারেও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ এবং অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়। আমির হামাদ আল-থানিকে ভারতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণও জানিয়েছেন।