New Year Greetings: নববর্ষের সকালেই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর, কী বললেন দেশবাসীকে?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 01, 2024 | 11:27 AM

PM Narendra Modi: এ দিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "সকলকে অসাধারণ ২০২৪ সালের শুভেচ্ছা জানাই। এই নতুন বছর আপনাদের সকলের জন্য সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক এই কামনাই করি।"

New Year Greetings: নববর্ষের সকালেই শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী মোদীর, কী বললেন দেশবাসীকে?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: দেখতে দেখতেই শেষ আরও একটা বছর। আজ থেকে শুরু হচ্ছে ২০২৪ সাল। নতুন বছরের শুরুতেই দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালেই তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান। ২০২৪ সাল সকলের অসাধারণ কাটুক, এই কামনাই করেন প্রধানমন্ত্রী মোদী।

এ দিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “সকলকে অসাধারণ ২০২৪ সালের শুভেচ্ছা জানাই। এই নতুন বছর আপনাদের সকলের জন্য সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক এই কামনাই করি।”

প্রধানমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই! আশা করি ২০২৪ সাল আপনাদের সকলের জন্য খুশি, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আসুন আমরা সকলে মিলে উন্নয়নের লক্ষ্যে কাজ করি।”

 

Next Article
XPoSAT: নববর্ষেই ISRO-র উপহার, বাঙালি বিজ্ঞানীর নেতৃত্বে কৃষ্ণগহ্বরের খোঁজে পাড়ি দিল X-ray স্যাটেলাইট
Kolkata Economy: ‘কলকাতা মরেনি, খুন করা হয়েছে’, বিস্ফোরক মোদীর বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা