Rozgar Mela: রোজগার মেলায় ১ লাখ চাকরি দিচ্ছে মোদী সরকার, কোথায় কোথায় হচ্ছে নিয়োগ

Soumya Saha |

Feb 13, 2024 | 6:11 PM

PM Narendra Modi: স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, ১৮-৩৫ বছর বয়সি যুবক-যুবতীদের জন্য গোটা দেশে এই রোজগার মেলা চালানো হয়। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, আইটিআই পাশ, কিংবা কোনও ডিপ্লোমা ডিগ্রি বা স্নাতক পাশ... বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার আবেদনকারীরা সুযোগ পান রোজগার মেলায়।

Rozgar Mela: রোজগার মেলায় ১ লাখ চাকরি দিচ্ছে মোদী সরকার, কোথায় কোথায় হচ্ছে নিয়োগ
রোজগার মেলা (প্রতীকী ছবি)
Image Credit source: TV9 Network

Follow Us

নয়া দিল্লি: রোজগার মেলার মাধ্যমে ফের ১ লাখ যুবক-যুবতীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের আওতায় এই চাকরির ব্যবস্থা করা হয়। সোমবারই ভার্চুয়ালি এক লাখ নিয়োগপত্র বিলি শুরু হয়েছে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে। রোজগার মেলার মাধ্যমে যাঁরা চাকরি পান, কোথায় কোথায় তাঁদের নিয়োগ হয় জানেন?

কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের থেকে দেওয়া তথ্য বলছে, রোজগার মেলার মাধ্যমে বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়া হয়। যেমন, জিএসটি ইনস্পেক্টর, ইনস্পেক্টর, হেড কনস্টেবল, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রফেসর, রেজিস্ট্রার, স্পোর্টস অফিসার, টেকনিশিয়ান, সায়েন্টেফিক অফিসার, ক্লার্ক, চিকিৎসক এবং অধ্যাপক পদে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয় রোজগার মেলার মাধ্যমে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে এই চাকরির ব্যবস্থা করা হয়। সরকারি তথ্য বলছে, রাজস্ব থেকে শুরু করে স্বরাষ্ট্র, উচ্চ শিক্ষা, পরমাণু শক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রতিরক্ষা, আদিবাসী উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন পদে এই নিয়োগ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার।

স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে, ১৮-৩৫ বছর বয়সি যুবক-যুবতীদের জন্য গোটা দেশে এই রোজগার মেলা চালানো হয়। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, আইটিআই পাশ, কিংবা কোনও ডিপ্লোমা ডিগ্রি বা স্নাতক পাশ… বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার আবেদনকারীরা সুযোগ পান রোজগার মেলায়।

Next Article