‘আমিও তো মানুষ, ঈশ্বর নই’, কেন নিজের কথা ভাবেন না প্রধানমন্ত্রী মোদী?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 12, 2025 | 7:39 AM

PM Narendra Modi: কোনও যুব নেতার মধ্যে প্রতিভা দেখেন কি না, এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, "অনেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। এক-দু'জনের নাম নিলে বাকিদের প্রতি অবিচার করা হবে।"

আমিও তো মানুষ, ঈশ্বর নই, কেন নিজের কথা ভাবেন না প্রধানমন্ত্রী মোদী?
নিখিল কামাথের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: কাউকে অনুকরণ নয়, তিনি বরাবরই ট্রেন্ড তৈরি করেছেন। পুরনো চিন্তাভাবনা ছেড়ে নতুনত্বকে গ্রহণ করতে তাঁর কোনও সমস্যা নেই। এই নীতি নিয়েই দেশ পরিচালন করেন তিনি। কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতিই জেরোধার সহ-প্রতিষ্ঠাকা নিখিল কামাথের পডকাস্ট শোতে গিয়েও প্রধানমন্ত্রী মোদী জানালেন, তিনি ‘নেশন ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। দেশের উন্নয়নে এবং এই নীতির সঙ্গে যদি মিল খায়, তবে পুরনো চিন্তাধারাকে বাদ নিয়ে নতুন চিন্তাধারা গ্রহণ করতে কোনও সমস্যা নেই।

এই প্রথম কোনও পডকাস্ট শোয়ে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সাফল্য-ব্যর্থতা নিয়ে কথা বলেন। জানান, নির্বাচনে বিপুল জয়ে আনন্দিত হলেও, তিনি নিজের সাফল্য দেখতে পান কতটা সমস্যা সমাধান করতে পারল তাঁর তৈরি টিম, এর মাধ্যমে।

প্রধানমন্ত্রী জানান, যুব প্রজন্মের মধ্যে তিনি অসীম ক্ষমতা ও সম্ভাবনা দেখেন। কোনও যুব নেতার মধ্যে প্রতিভা দেখেন কি না, এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “অনেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। এক-দু’জনের নাম নিলে বাকিদের প্রতি অবিচার করা হবে।”

নিজের জীবনের মন্ত্রও বলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, তিনি ভুল করলেও, কখনও খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করেন না। এর ব্যাখ্যা দিয়ে পডকাস্টে তিনি বলেন, “যখন আমি গুজরাটের মুখ্যমন্ত্রী হই, তখন বলেছিলাম যে কঠোর পরিশ্রম করতে কোনও খামতি রাখব না। আমি নিজের জন্য কিছু করব না। আমিও মানুষ। আমিও ভুল করি। কিন্তু খারাপ কাজ করব না। এটাকেই আমার জীবনের মন্ত্র বানিয়ে নিয়েছি। ভুল তো হবেই। আমিও নিশ্চয়ই ভুল করেছি। আমিও তো মানুষ, ঈশ্বর নই।”

Next Article