‘সন্ত্রাসের সাম্রাজ্য কখনওই চিরস্থায়ী হয় না’, মৌনতা ভেঙে তালিবানকে কড়া বার্তা মোদীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 20, 2021 | 4:19 PM

সোমনাথ মন্দির(Somnath Temple)-র উদাহরণ দিয়েই প্রধানমন্ত্রী বলেন, "বহুবার সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে। মূর্তি ভাঙা, এমনকি মন্দিরের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কিন্তু প্রতিবারই পুরনো গরিমায় ফিরে এসেছে সোমনাথ মন্দির।"

সন্ত্রাসের সাম্রাজ্য কখনওই চিরস্থায়ী হয় না, মৌনতা ভেঙে তালিবানকে কড়া বার্তা মোদীর
ছবি:PTI

Follow Us

আহমেদাবাদ: আফগানিস্তান  (Afghanistan) প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), তালিবান(Taliban)-দের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি। গুজরাটের সোমনাথ মন্দিরে একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে নাম না করেই তালিবানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “যারা ধর্মকে আদর্শ বানিয়ে রাজত্ব স্থাপন করে, তারা কিছু সময় অবধি আধিপত্য দেখালেও তারা কখনওই চিরস্থায়ী হয় না। কারণ মানবতাকে চিরকালের জন্য ধামাচাপা দেওয়া সম্ভব নয়।”

সোমনাথ মন্দির(Somnath Temple)-র উদাহরণ দিয়েই প্রধানমন্ত্রী বলেন, “বহুবার সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে। মূর্তি ভাঙা, এমনকি মন্দিরের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কিন্তু প্রতিবারই পুরনো গরিমায় ফিরে এসেছে সোমনাথ মন্দির। এই মন্দিরের ইতিহাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস জাগায়।”

ধর্মের নামে রাজত্ব স্থাপন বা চিরস্থায়ী সরকার গঠন সম্ভব নয়, এ কথা উল্লেখ করে নমে বলেন, “যে সব ক্ষমতা কেবল ধ্বংসই চায় বা যারা সন্ত্রাসবাদের সাহায্যে সরকার গঠন করে, তারা কিছু সময় শাসন করলেও তাদের অস্তিত্ব কখনওই স্থায়ী হয় না। কারণ মানবতাকে কখনওই ধামাচাপা দেওয়া যায় না।”

সোমনাথ মন্দিরের পাশাপাশি তিনি শ্রী পার্বতী মন্দিরের ভিত্তি প্রস্থরও স্থাপন করেন ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। ৩০ কোটি টাকা খরচে নবনির্মিত এই মন্দির পর্যটনে আরও সাহায্য করবে বলে জানান প্রধানমন্ত্রী। ২০১৩ সালে যেখানে ভ্রমণ ও পর্যটনে ভারতের অবস্থান ছিল ৬৫ তম স্থানে, তা ২০১৯ সালে ৩৪ নম্বরে উঠে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।  তিনি বলেন, “আমাদের ধর্মীয় পর্যটনকে আরও শক্তিশালী করতে হবে। এতে একদিকে যেমন দেশের অর্থনীতির গতি বৃদ্ধি হবে, অতীত সম্পর্কে জানা যাবে, তেমনই যুব সম্প্রদায়ের জন্য কর্ম সংস্থানও হবে।” আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী আলোচনায় ডাকতেই উধাও’, জন আশির্বাদ যাত্রা থেকেই বিরোধীদের কটাক্ষ অনুরাগের

Next Article