অতিমারির প্রথম দিন থেকে দারিদ্র্যকেই প্রাধান্য দিয়েছে কেন্দ্র: মোদী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 07, 2021 | 5:16 PM

PM Narendra Modi: মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী গরিব কল্যান অন্ন যোজনার গ্রাহকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে গিয়ে এমনটাই দাবি করেন প্রধানমন্ত্রী।

অতিমারির প্রথম দিন থেকে দারিদ্র্যকেই প্রাধান্য দিয়েছে কেন্দ্র: মোদী
বিশ্বের প্রধান অর্থনীতির দেশ গুলিকে নিয়ে গঠিত জি ২০ ঐক্যমত তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রপুঞ্জ (United Nations) ও অন্যান্য সংগঠন গুলির মধ্যেই আফগানিস্তানে মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে জি ২০ গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৩ সালে প্রথম বারের জন্য ভারতে জি ২০ সম্মেলন আয়োজিত হবে। ছবি: ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: বিগত ১০০ বছরে করোনা অতিমারি সবথেকে বড় বিপর্যয় বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অতিমারিতে কেন্দ্রীয় সরকার যে দরিদ্র মানুষকে সবার আগে গুরুত্ব দিচ্ছে, সে কথাই বললেন প্রধানমন্ত্রী। আজ, শনিবার মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনার গ্রাহকদের উদ্দেশে ক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন তিনি। তিনি জানান, মধ্যপ্রদেশের ৮০ কোটি মানুষ এই যোজনায় বিনামূল্যে রেশন পাচ্ছেন।

এ দিন তিনি বলেন, ‘করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করার রণকৌশল ঠিক করতে গিয়ে কেন্দ্র প্রথম থেকেই দরিদ্রদের গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনাই হোক বা প্রধানমন্ত্রী রোজগার যোজনা, আমতা সবসময়ই দরিদ্র মানুষের খাবার ও কর্মসংস্থানের কথা ভেবেছি।’ এ ছাড়া কেন্দ্রের ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের কথাও মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন, হস্তশিল্প নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের উৎসাহ দিতে উৎসবের সময় হাতে তৈরি জিনিস কেনা উচিৎ।’

অন্য একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দাবি করেন, করোনা বয়ে এনেছে দেশে বেকারত্ব। যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পপতিদের রফতানি শিল্পে বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেন। করোনার ধাক্কায় দেশের অর্থনীতির গতি ধীর হয়েছে, তাকেই পুরনো গতিতে ফিরিয়ে আনতে বিশেষ সাহায্য করতে পারে রফতানি শিল্প, এমনটাই মত প্রধানমন্ত্রীর। শুক্রবার “লোকাল গোজ গ্লোবাল- মেক ইন ইন্ডিয়া ফর ওয়ার্ল্ড” নামক একটি অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বর্তমানে আমাদের জিডিপির ২০ শতাংশ নির্ভর করে রফতানির উপর। আমাদের দেশের অর্থনীতির আয়তন, ক্ষমতা ও উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে বলতে পারি যে রফতানিতে আরও বৃদ্ধি সম্ভব।” আরও পড়ুন: এক ডোজ়েই কুপোকাত হবে করোনা, ভারতে অনুমোদন পেল জনসনের করোনা টিকা

Next Article