PM Narendra Modi: আমার তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে: মোদী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 26, 2023 | 9:36 PM

ITOP: অত্যাধুনিক মানের ইন্টারন্যাশনাল এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার 'ভারত মণ্ডপম'-এর উদ্বোধন করে ভারতের পরিকাঠামোর আমূল বদল হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: আমার তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে: মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: ২০২৪-এ ফের NDA জোট ক্ষমতায় আসবে বলে আগেই দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার তাঁর তৃতীয়বারের শাসনকালে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। বুধবার প্রগতি ময়দানে ITPO কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রথম পর্বের শাসনকালে ভারত বিশ্বের অর্থনীতিতে দশম স্থানে উঠে এসেছে। আমার দ্বিতীয় পর্বের শাসনকালে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে ভারত। এই ট্র্যাক রেকর্ড অনুসারে আমি দেশবাসীকে বিশ্বাস করিয়ে দেব, আমার তৃতীয় পর্বের শাসনকালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে থাকবে ভারত।”

এদিন অত্যাধুনিক মানের ইন্টারন্যাশনাল এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এর উদ্বোধন করে ভারতের পরিকাঠামোর আমূল বদল হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জমানার উন্নয়নের পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ভারতের পরিকাঠামো বদলে গিয়েছে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ ভারতে, সর্বোচ্চ উচ্চতায় দীর্ঘতম টানেল ভারতে, মোটর চলার সর্বোচ্চ রোড, দীর্ঘতম স্টেডিয়াম, দীর্ঘতম স্ট্যাচু- সবই ভারতে রয়েছে।”

পূর্বতন সরকারের উন্নয়নের সঙ্গে তাঁর সরকারের উন্নয়নের তুলনা টেনে প্রধানমন্ত্রী মোদী জানান, বিগত ৬০ বছরে দেশের মাত্র ২০ হাজার কিলোমিটার রেললাইনে বৈদ্যুতিকরণ করা হয়েছে। আর তাঁর জমানায় গত ৯ বছরে ৪০ হাজার কিলোমিটার রেললাইনে বৈদ্যুতিকরণ হয়েছে। এছাড়া প্রতি মাসে ৬ কিলোমিটার মেট্রো লাইন, ২০১৪ সাল থেকে ৪ লক্ষের কম গ্রামীণ রাস্তা নির্মাণ, দিল্লি বিমানবন্দরের ধারণ ক্ষমতা ৫ কোটি থেকে বাড়িয়ে সাড়ে ৭ কোটি করা হয়েছে বলেও জানান নমো। আইটিওপি সেন্টারের নবনির্মাণ প্রসঙ্গে নাম না করে বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রীর তোপ, ‘ভারত মণ্ডপম’-এর মতো সেন্টার দেশের মানকে বিশ্বের দরবারে বাড়াবে এবং নেতিবাচক মানসিকতার মানুষেরা এই কাজ বন্ধ করতে চেয়েছিলেন।

Next Article