PM Narendra Modi: ‘২০২৪ নয়, লক্ষ্য বানান ২০৪৭’, কেন্দ্রীয় মন্ত্রীদের ‘শিক্ষকে’র ভূমিকায় প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 04, 2023 | 9:57 AM

Union Ministers Meeting: প্রধানমন্ত্রী মোদী সমস্ত মন্ত্রীদের তাদের মন্ত্রকের ১২টি সবথেকে ভাল প্রকল্প বা বড় সাফল্য নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে বলেছেন এবং সেই কাজের প্রচার করতে বলেছেন।

PM Narendra Modi: ২০২৪ নয়, লক্ষ্য বানান ২০৪৭, কেন্দ্রীয় মন্ত্রীদের শিক্ষকের ভূমিকায় প্রধানমন্ত্রী মোদী
কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। সকল রাজনৈতিক দলই পাখির চোখ করেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে। তবে কেন্দ্রীয় মন্ত্রীদের জন্য অন্য লক্ষ্য় স্থির করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ২০২৪ সালকে নিশানা না করে আরও আগের ভাবনাচিন্তা করা এবং আগামী ২০২৭ সালের মধ্যে দেশের সমস্ত ক্ষেত্রে উন্নয়নকেই লক্ষ্যমাত্রা হিসাবে বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদী। স্বাধীনতার শতবর্ষে দেশের উন্নয়নই যাতে প্রধান ফোকাস হয়, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের।

সোমবার প্রগতি ময়দান কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, “২০৪৭ সাল অবধি দেশের অমৃতকাল চলবে। আগামী ২৫ বছরে অনেক কিছু পরিবর্তন হবে। ২০৪৭ সালের মধ্যে ভারত উচ্চ শিক্ষিত এক কর্মক্ষমতার সাক্ষী থাকবে। বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করা হবে।”

বৈঠকে উপস্থিত মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, “গত ৯ বছরে আমাদের সরকার নানা উন্নয়নমূলক কাজ করেছে। আগামী নয় মাস আপনাদের কাজ হল সাধারণ মানুষদের কাছে যাওয়া এবং এই উন্নয়ন সম্পর্কে তাদের অবগত করা।”

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী সমস্ত মন্ত্রীদের তাদের মন্ত্রকের ১২টি সবথেকে ভাল প্রকল্প বা বড় সাফল্য নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করতে বলেছেন এবং সেই কাজের প্রচার করতে বলেছেন। বিদেশ থেকে প্রতিরক্ষা, রেলওয়ে সহ একাধিক মন্ত্রকের সচিবরা আগামী বছরের উন্নয়নের লক্ষ্যে কী কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে প্রেজেন্টেশন পেশ করেন গতকালের বৈঠকে।

প্রসঙ্গত, সম্প্রতিই বিজেপির সাংগঠনিক ও মন্ত্রিসভায় রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই মন্ত্রীদের আগামীর রোডম্যাপ স্থির করে দিলেন প্রধানমন্ত্রী মোদী।

Next Article