নয়া দিল্লি: ইউক্রেনে (Ukraine) ডাক্তারি বা অন্য কোনও পড়াশোনা করতে গিয়েই যুদ্ধের মাঝে আটকে পড়েছে ভারতীয় পড়ুয়ারা। তাদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে ভারত সরকার। ইউক্রেনের এয়ারস্পেস বন্ধ থাকায়, পার্শ্ববর্তী দেশগুলি থেকেই উদ্ধারকারী বিশেষ বিমানে করে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। তবে এত সবকিছুর মাঝে একটা প্রশ্ন সকলেরই মনে উঠেছে, তা হল এত সংখ্যক পড়ুয়া বিদেশে পড়াশোনা করতে যায় কেন? বৃহস্পতিবার এই প্রশ্নেরই উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয়দের বিদেশে পড়তে যাওয়ার জন্য পূর্ববর্তী সরকারকেই দুষলেন তিনি। একইসঙ্গে দেশেই একাধিক মেডিকেল কলেজ (Medical College) তৈরির কথাও জানালেন তিনি, যাতে আগামিদিনে পড়ুয়ারা দেশেই ডাক্তারি বা অন্যান্য পড়াশোনা করতে পারেন।
বৃহস্পতিবারই উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি প্রচারের ফাঁকে ইউক্রেন ফেরত একদল পড়ুয়ার সঙ্গে কথা বলেন। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি, ছাত্র-ছাত্রীদের দেশে ফেরার সময় কোনও সমস্যার মুখে পড়তে হয়েছিল কিনা, সে সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। ইউক্রেনে চরম পরিস্থিতির মুখে পড়ার জন্য যে সমস্ত পড়ুয়া ও তাদের অভিভাবকরা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, তাদের ক্ষোভ-দুঃখের কারণও তিনি বুঝতে পারছেন বলে জানান।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই কঠিন পরিস্থিতিতে ওনাদের রাগ করা অত্যন্ত স্বাভাবিক। ওনারা যে চরম ঠাণ্ডার মধ্যে, প্রতিকূল পরিস্থিতি পার করে দেশে ফিরে এসেছেন, তাতে ক্ষোভ থাকাই স্বাভাবিক। যখন ওনাদের মনে আর ক্ষোভ জমে থাকবে না এবং গোটা পরিস্থিতিটা বুঝতে পারবেন, তখন নিজেদের নরম দিকটাও দেখাবেন।”
যুদ্ধে পরিস্থিতিতে দ্রুত উদ্ধার করে আনার জন্য পড়ুয়ারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলে যে, তারা দেশে ফেরার আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের তৎপরতাতেই সুরক্ষিতভাবে দেশে ফিরে আসতে পেরেছেন। জবাবে প্রধানমন্ত্রীও বলেন, “শক্তিশালী ভারতই এই সমস্ত সমস্যার জবাব।”
কম বয়সেই এমন কঠিন পরিস্থিতির মুখে পড়ায় পড়ুয়াদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “যদি আগে থেকেই চিকিৎসা শিক্ষার নীতি সঠিক হত, তবে এই সমস্ত পড়ুয়াদের বিদেশে যাওয়ার প্রয়োজনই পড়ত না। কোনও অভিভাবকরাই চান না তাদের সন্তানরা এই কম বয়সে তাদের ছেড়ে ভিন দেশে গিয়ে পড়াশোনা বা বসবাস করুক। পূর্ববর্তী সরকার যে ভুলগুলি করেছে, তাই-ই এখন সংশোধন করছে আমাদের সরকার।”
নমো আরও জানান, আগে দেশে ৩০০ থেকে ৪০০টি মেডিকেল কলেজ থাকলেও এখন সেই সংখ্যাটি ৭০০-এ পৌঁছেছে। আসন সংখ্যাও ৮০-৯০ হাজার থেকে বাড়িয়ে ১.৫ লাখের বেশি করা হয়েছে। তিনি বলেন, “আমি চেষ্টা করছি যাতে প্রতিটি জেলাতেই একটি করে মেডিকেল কলেজ থাকুক। বিগত ৭০ বছরে দেশে যত চিকিৎসক তৈরি হয়েছে, আশা করছি আগামী ১০ বছরে তার থেকেও বেশি চিকিৎসক তৈরি হবে। দেশেই মেডিকেল কলেজ তৈরি হওয়ায় পড়ুয়াদের আর বিদেশে যেতে হবে না এবং তাদের পরিবারকেও এমন চিন্তার মধ্যে পড়তে হবে না।”