নয়া দিল্লি: দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই টিকাকরণে জোর দেওয়ার কথা বলেছিল কেন্দ্র। কিন্তু কেবল টিকাকরণেই যে সংক্রমণ রোখা সম্ভব নয়, তা কয়েকদিনের মধ্যেই বুঝে গিয়েছিল সরকার। সেই কারণেই “প্ল্যান বি” ভাবতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে তাঁদের সমস্যার কথা শুনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনি আলাদাভাবে কথা বলেন। এ বার পালা জেলা শাসকদের।
সূত্র মতে, আগামী ২০ মে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনায় সর্বাধিক প্রভাবিত বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। প্রথম দফায় ২০ তারিখ ১০টি রাজ্যের ৫৪ জন জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যে রাজ্যগুলি সবথেকে বেশি প্রভাবিত হচ্ছে, অর্থাৎ মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, ওড়িশা, কেরল, হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও পণ্ডিচেরির বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ পার করেছে। দৈনিক আক্রান্তের সংখ্যাও তিন থেকে চার লাখের গণ্ডিতে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, পঞ্জাব সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাজ্যের সামগ্রিক করোনা পরিস্থিতি, অক্সিজেনের চাহিদা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রয়োজন অনুসারে কন্টেনমেন্ট জ়োন বা লকডাউনের ঘোষণা করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
এ বার করোনা মোকাবিলায় আরও এক স্তর গভীরে যেতে চান প্রধানমন্ত্রী। তাই জেলাশাসকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। এরফলে জেলাভিত্তিক সমস্যার কথা জানা যাবে।
আরও পড়ুন: কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে বড় পরিবর্তনের সুপারিশ সরকারি প্যানেলের