PM Narendra Modi: পুজোর আগেই দেবভূমিকে ৪২০০ কোটির উপহার, উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 11, 2023 | 11:15 AM

PM Modi's Uttarakhand Visit: দুপুর ১২টা  নাগাদ প্রধানমন্ত্রী যাবেন আলমোরা জেলার যগেশ্বরে। সেখানে যগেশ্বর ধামে তিনি পুজো দেবেন। এরপরে দুপুর আড়াইটে নাগাদ পিথোরাগড়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে সড়ক, সেচ, পানীয় জল, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য় ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। 

PM Narendra Modi: পুজোর আগেই দেবভূমিকে ৪২০০ কোটির উপহার, উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদী।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: উৎসবের মরশুমে দেবভূমিকে বিশেষ উপহার কেন্দ্রের। ৪২০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আগামিকাল, ১২ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সেখানে তিনি পার্বতী কুণ্ডে পুজো দেবেন। একইসঙ্গে ভারতীয় সেনা বাহিনী, আইটিবিপি ও বিআরও আধিকারিকদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী মোদী।

জানা গিয়েছে, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে পিথোরাগড়ে পৌঁছে প্রধানমন্ত্রী মোদী প্রথমে পার্বতী কুণ্ডে যাবেন। সেখানে তিনি পুজো দেবেন। আদি কৈলাশেরও আশীর্বাদ নেবেন প্রধানমন্ত্রী। এরপর পিথোরাগড়ে ৪২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী।

ওই অনুষ্ঠানের পর গুঞ্জি গ্রামে যাবেন প্রধানমন্ত্রী, কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ান ও বিআরও আধিকারিকদের সঙ্গেও দেখা ও কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।

দুপুর ১২টা  নাগাদ প্রধানমন্ত্রী যাবেন আলমোরা জেলার যগেশ্বরে। সেখানে যগেশ্বর ধামে তিনি পুজো দেবেন। এরপরে দুপুর আড়াইটে নাগাদ পিথোরাগড়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে সড়ক, সেচ, পানীয় জল, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য় ও বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এছাড়াও দেহরাদুনে রাজ্য জরুরি অপারেশন সেন্টারের উন্নয়ন এবং বালিয়ানালা, নৈনিতালে ধস প্রতিরোধ করতেও একাধিক পদক্ষেপ করা হবে কেন্দ্রের এই প্রকল্পের অধীনে। যগেশ্বর ধাম, হাত কালিকা ও নয়নাদেবী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্য়ও কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের প্রকল্পের অধীনে ১০০ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করা হবে সোমেশ্বরে, ৫০ শয্যার হাসপাতাল বেলক তৈরি করা হবে চম্পায়তে।

Next Article