PM Narendra Modi: হেলিকপ্টার কারখানার উদ্বোধনে আজ কর্ণাটকে মোদী, পরিবেশ বান্ধব শক্তির উপরে জোর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 06, 2023 | 6:10 AM

গত এক মাসে কর্ণাটকে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সফর। যা কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

PM Narendra Modi: হেলিকপ্টার কারখানার উদ্বোধনে আজ কর্ণাটকে মোদী, পরিবেশ বান্ধব শক্তির উপরে জোর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

Follow Us

বেঙ্গালুরু: আজ, সোমবার কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩-এর উদ্বোধন করতেই কর্ণাটক সফরে প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান থেকেই ই২০ ফুয়েল বা জ্বালানিরও উদ্বোধন করবেন তিনি। ইন্ডিয়ান ওয়েলের তরফে আয়োজিত একাধিক অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়া তুমাকুরুতে হ্যালের হেলিকপ্টার কারখানা দেশবাসীকে উৎসর্গ করবেন নমো। গত এক মাসে কর্ণাটকে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সফর। যা কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

PMO সূত্রে খবর, একাধিক কর্মসূচি নিয়েই একদিনের কর্ণাটক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে তিনি ইন্ডিয়া এনার্জি উইক ২০২৩-র উদ্বোধন করবেন। সেখান থেকেই পরিবেশ বান্ধব শক্তি সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে, গ্রিন মোবিলিটি র‌্যালি, ইন্ডিয়ান ওয়েলের ‘আনবটলড’ উদ্য়োগ ও ইন্ডোর সোলার কুকিং সিস্টেমের টুইন কুকটপ মডেল এবং ই২০ ফুয়েল। এছাড়া একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্থরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী। তারপর দুপুর সাড়ে ৩টে নাগাদ তুমকুরুতে হ্যালের হেলিকপ্টার ফ্যাক্টরির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কারখানাটি দেশবাসীর জন্যই উৎসর্গ করবেন নমো। প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে এই হেলিকপ্টার কারখানা অন্যতম পদক্ষেপ পবলে মনে করেন প্রধানমন্ত্রী। এছাড়া এখান থেকে দুটি জল জীবন মিশন প্রকল্পের ভিত্তিপ্রস্থরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

হ্যালের হেলিকপ্টার কারখানা, একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এদিন বিশ্বের বিভিন্ন তৈল ও গ্যাস সংস্থার সিইও-দের সঙ্গে গোল টেবিল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি, সোমবার থেকে ৮ ফেব্রুয়ারি, বুধবার দু-দিন ব্যাপী বেঙ্গালুরুতে ইন্ডিয়া এনার্জি উইক-এর আয়োজন করা হয়েছে। মূলত প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎপাদন শিল্পের কর্ণধার, সরকার ও শিক্ষাবীদদের নতুন ও পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার এবং তার পথে কী কী প্রতিবন্ধকতা রয়েছে, তা নিয়ে আলোচনার ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিশ্বের মোট ৩০ জন মন্ত্রী উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ৩০ হাজারেরও বেশি প্রতিনিধি, ১ হাজার প্রদর্শনকারী ও ৫০০ স্পিকাররা এই অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, চলতি বছরেই এপ্রিল-মে মাস নাগাদ কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে প্রধানমন্ত্রীর পরপর কর্ণাটক সফর এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে গত ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি কর্ণাটক সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার হুবালিতে জাতীয় যুব উৎসবের উদ্বোধন করে মেগা রোড শো করেন এবং দ্বিতীয়বার ইয়াদগিরি ও কালাবুরাগিতে একাধিক জনকল্যাণমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন মোদী।

Next Article