নয়া দিল্লি: স্বাস্থ্যের পর এ বার শিক্ষাক্ষেত্রে বিশেষ জোর প্রধানমন্ত্রীর। একাধিক রাজ্যে ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Midi)। আজ, বৃহস্পতিবার তিনি রাজস্থানে সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রোকেমিক্য়ালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(Central Institute of Petrochemicals Engineering and Technology)-র উদ্বোধন করবেন।
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এ দিন প্রধানমন্ত্রী জয়পুর(Jaipur)-র এই পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করার পাশাপাশি রাজস্থানের চার জেলায় চারটি মেডিক্য়াল কলেজ(Medical College)-রও উদ্বোধন করবেন। বানসারা, সিরোহি, হনুমানগঢ় ও দৌসা দেলায় এই চারটি মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রী দফতর সূত্রে।
প্রধানমন্ত্রী দফতর থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই মেডিক্যাল কলেজগুলি কেন্দ্রের অধীনে জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত মেডিক্যাল কলেজ খোলার উদ্যোগেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ জেলা হাসপাতালগুলিতেও এ বার থেকে মেডিক্যাল কলেজ খোলা হবে। পড়ুয়াদের শিক্ষার ব্যবস্থার পাশাপাশি এতে হাসপাতালের রোগী চিকিৎসাতেও সাহায্য হবে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মূলত পিছিয়ে থাকা বা কম সুযোগপ্রাপ্ত জেলাগুলিতেই এই সরকারি মেডিক্যাল কলেজগুলি খোলার পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে তিন দফায় দেশে মোট ২৫৭টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে।
Top quality education is a priority for our Government. At 11 AM tomorrow, CIPET: Institute of Petrochemicals Technology, Jaipur will be inaugurated. This institution will cater to the aspirations of youngsters who want to study aspects relating to petrochem and energy sectors.
— Narendra Modi (@narendramodi) September 29, 2021
প্রধানমন্ত্রী নিজেও টুইটে লেখেন, “আমাদের সরকারের প্রধান লক্ষ্য হল উচ্চ মানের শিক্ষা প্রদান। বৃহস্পতিবার সকাল ১১টায় পেট্রোকেমিক্যালস টেকনোলজির ইন্সটিটিউট সিআইপিইটি, জয়পুরের উদ্বোধন করা হবে। যুব সম্প্রদায়ের যারা পেট্রোকেমিক্যাল ও শক্তি নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে এটি।”
প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজস্থান সরকারের সঙ্গে যৌথ সহযোগিতাতেই জয়পুরে সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রোকেমিক্য়ালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।