Chhattisgarh: পঞ্জাবের পুনরাবৃত্তি কি এ বার ছত্তীসগঢ়ে? দিল্লিতে একাধিক বিধায়কের হাজিরায় বাড়ছে অস্বস্তি

Chhattisgarh Congress infighting: ইতিমধ্য়েই দিল্লিতে ঘাঁটি গেড়েছেন একাধিক কংগ্রেস বিধায়ক। বাস্তারে রাহুল গান্ধী যাতে অতিরিক্ত দু-চারদিন থেকে যান, সেই অনুরোধ জানাতেই নাকি তারা দিল্লি এসেছেন।

Chhattisgarh: পঞ্জাবের পুনরাবৃত্তি কি এ বার ছত্তীসগঢ়ে? দিল্লিতে একাধিক বিধায়কের হাজিরায় বাড়ছে অস্বস্তি
তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 6:45 AM

নয়া দিল্লি: পঞ্জাবের পর কি এ বার পালা ছত্তীসগঢ়(Chhattisgarh)-র? একদিকে যেখানে পঞ্জাবে নয়া মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভাকে নিয়ে ক্ষোভ, অন্যদিকে দলের অন্দরেই ক্ষমতা নিয়ে টানাপোড়েন চলছে, সেই সময়ই এ বার ছত্তীসগঢ় নিয়েও চাপে পড়তে চলেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব (Congress High Command)। সূত্রের খবর, বর্তমানে দিল্লি(Delhi)-তেই রয়েছেন ছত্তীসগঢ় কংগ্রেসের একাধিক বিধায়ক।

পঞ্জাব(Punjab)-র বিরোধই ঠিকমতো সামাল দিতে পারছে না কংগ্রেস নেতৃত্ব। প্রথমে মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিং(Amarinder Singh)-র ইস্তফা, পরে চলতি সপ্তাহেই মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেনের অন্যতম প্রতিপক্ষ নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)-কে নিয়েও।

এরইমাঝে কংগ্রেসের চিন্তা বাড়াচ্ছে তাদের শাসনে থাকা অপর রাজ্য, ছত্তীসগঢ়। পঞ্জাবে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ছত্তীসগঢ়ে উঠেছিল মুখ্যমন্ত্রী বদলের দাবি। মুখ্যমন্ত্রী পদ নিয়ে ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) ও টিএস দেও(TS Deo)- দুটি শিবিরও তৈরি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই গত সপ্তাহে জানা যায়, চলতি সপ্তাহেই ছত্তীসগঢ় সফরে যেতে পারেন কংগ্র্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই সফরে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ভূপেশ বাঘেল কী কী কাজ করেছেন, তা খতিয়ে দেখবেন। তারপরই মুখ্যমন্ত্রী বদল করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, ইতিমধ্য়েই দিল্লিতে ঘাঁটি গেড়েছেন একাধিক কংগ্রেস বিধায়ক। বাস্তারে রাহুল গান্ধী যাতে অতিরিক্ত দু-চারদিন থেকে যান, সেই অনুরোধ জানাতেই নাকি তারা দিল্লি এসেছেন। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লিতে উপস্থিত কংগ্রেস বিধায়করা মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ। মূলত পঞ্জাবের অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়েই নিজের গদি বাঁচাতে চাইছেন ভূপেশ বাঘেল।

গত সপ্তাহেই দলীয় সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে ছত্তীসগঢ় সফরে যেতে পারেন রাহুল গান্ধী ও তাঁর পরামর্শদাতারা।রাজ্যের উন্নয়ন খতিয়ে দেখার অছিলায় রাহুল গান্ধী সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে চান রাহুল, এমনটাই সূত্রের দাবি।

বৃহস্পতি সিং, যিনি কংগ্রেসের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি জানান, বাস্তার সফরে অতিরিক্ত কিছু দিন বাড়ানোর অনুরোধ করতেই রাহুল গান্ধীর কাছে এসেছেন তারা। উল্লেখ্য, বর্তমানে কেরলে রয়েছেন রাহুল গান্ধী।

বৃহস্পতি সিং বলেন, “আমার সঙ্গে আরও ১৪ জন বিভিন্ন জনজাতির বিধায়কও রয়েছেন। আমরা সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করব, তাঁর মাধ্যমেই রাহুল গান্ধীর কাছে ছত্তীসগঢ় সফরের দিন বাড়ানোর অনুরোধ জানাব, যাতে তিনি কাছ থেকে রাজ্যের কী কী উন্নয়ন হয়েছে এবং কী কাজ করা যেতে পারে, তা খতিয়ে দেখতে পারেন।”

স্বাস্থ্যমন্ত্রী টিএস দেও (TS Deo) গত মাসেই দাবি জানান যে, ২০১৮ সালে কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল, তখন চুক্তি হয়েছিল যে আড়াই বছর ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী থাকবেন। বাকি আড়াই বছর তাঁর মুখ্যমন্ত্রী থাকার কথা থাকলেও পদ ছাড়ছেন না বাঘেল। এরই জবাবে বুধবার মুখ্যমন্ত্রী জানান, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই ক্ষমতা হাতবদলের কথা বলা হচ্ছে।

বিরোধ মেটাতে রাহুল গান্ধী, ছত্তীগসগঢ়ের ইনচার্জ পিএল পুনিয়া ও কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে আলাদাভাবে দেখা করেন ভূপেশ বাঘেল ও টিএস দেও। নিজেদের মধ্যে সমস্যার পাশাপাশি সরকারি কাজ নিয়ে কী কী ক্ষোভ রয়েছে, তাও জানান।  পরে ফের একবার দিল্লি সফরে যান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সেই সময়ই তিনি রাহুল গান্ধীকে আহ্বান জানিয়েছিলেন তাঁর নেতৃত্বে রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে, তা দেখে আসার জন্য।

আরও পড়ুন: Covid In School: স্কুল খুলতেই একযোগে আক্রান্ত ৬০ পড়ুয়া! উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটছে অভিভাবকদের