Narendra Modi: চলতি সপ্তাহেই অরুণাচল ও উত্তর প্রদেশ সফরে প্রধানমন্ত্রী

আগামী শুক্রবারই অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে উত্তর প্রদেশের বারানসীতে যাবেন 'কাশী-তামিল সঙ্গম' অনুষ্ঠানের উদ্বোধন করতে।

Narendra Modi: চলতি সপ্তাহেই অরুণাচল ও উত্তর প্রদেশ সফরে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2022 | 6:20 PM

নয়া দিল্লি:  উত্তর-পূর্বে শিকড় মজবুত করতে একদিকে যখন মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই অরুণাচল প্রদেশে বিমানবন্দরের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী শুক্রবারই অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন তিনি। ইটানগরে বহু কাঙ্খিত দোন্যি পোলো বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যা উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ থেকে ব্যবসা, পর্যটন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিমানবন্দর উদ্বোধনের পর ওই দিনই উত্তর প্রদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘কাশী-তামিল সঙ্গম’ অনুষ্ঠানের সূচনা করবেন তিনি।

জানা গিয়েছে,আগামী ১৯ নভেম্বর, শনিবার একসঙ্গে অরুণাচল প্রদেশ এবং উত্তর প্রদেশ সফরে যাবেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে অরুণাচল প্রদেশের ইটানগরে যাবেন তিনি। সকাল সাড়ে ৯টা নাগাদ ইটানগরে প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট দ্যোনি পোলো বিমানবন্দরের উদ্বোধন করবেন মোদী। তারপর ৬০০ মেগাওয়াটের কামেং জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। অরুণাচল সহ উত্তর-পূর্বের বাসিন্দাদের মন পেতে প্রধানমন্ত্রীর ইটানগরে বিমানবন্দর ও জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যদিও ইটানগরে এই বিমাবনবন্দরটি আগেও ছিল। করোনা অতিমারির সময় থেকে এটি বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে ৬৪০ কোটিরও বেশি টাকা দিয়ে বিমানবন্দরটির পরিকাঠামোগত উন্নতি ঘটানো হয়েছে। আধুনিক মানের টার্মিনাল গড়ে তোলার পাশাপাশি ২৩০০ মিটার রানওয়ে সম্বলিত এই বিমানবন্দরটি সমস্ত রকম আবহাওয়ায় বিমান চলাচলের উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ফলে ইটানগরের দ্যোনি পোলো বিমানবন্দর যে অরুণাচল সহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থার অগ্রগতিতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা এবং অরুণাচলের পর্যটনের উন্নয়নেও এই বিমানবন্দরটি বিশেষ ভূমিকা পালন করবে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

শুধু তাই নয়, বিমানবন্দরটির নামকরণের মাধ্যমেও এলাকার বাসিন্দাদের মন জয় করার চেষ্টা করা হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। কেননা ‘দ্যোনি’ শব্দের অর্থ সূর্য এবং ‘পোলো’ শব্দের অর্থ চাঁদ। ফলে দ্যোনি পোলো বিমানবন্দরের নামটি একাধারে অরুণাচল প্রদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বহন করছে। শুক্রবার এই বিমানবন্দরের দ্বারোদ্ঘাটনের পাশাপাশি ৬০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ কেন্দ্রও দেশকে উপহার দেবেন নরেন্দ্র মোদী।

অরুণাচলে বিমানবন্দর ও জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের পরই সেখান থেকে সরাসরি উত্তর প্রদেশের বারাণসী যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁর ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর অংশ হিসাবে ‘কাশী-তামিল সঙ্গম’ অনুষ্ঠানের সূচনা করবেন নরেন্দ্র মোদী। মূলত, দেশের দুই অন্যতম প্রাচীন কেন্দ্র, তামিলনাড়ু এবং কাশীর মধ্যে প্রাচীন মেলবন্ধন উদযাপন, সুনিশ্চিত এবং পুনরাবিষ্কার করতে কাশী-তামিল সঙ্গম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী একমাস ধরে কাশী এবং তামিলনাড়ুর ঐতিহ্য, সংস্কৃতির উপর বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার হবে। দুই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি সহ ছাত্র, দার্শনিক, ব্যবসায়ী, শিল্পীরাও এই অনুষ্ঠানে যোগদান করবেন। তামিলনাড়ু থেকে ২৫০০-এর বেশি প্রতিনিধি কাশী সফরে আসবেন। আইআইটি মাদ্রাজ এবং বিশ্ব হিন্দু ইউনিভার্সিটির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এছাড়া দুই অঞ্চলের শিল্পীদের হাতে তৈরি শিল্পকলা সহ এলাকার ইতিহাস, পর্যটন কেন্দ্র নিয়ে লেখা বইয়ের প্রদর্শনীও করা হবে।