Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi at Vantara: সিংহের চোখে চোখ প্রধানমন্ত্রী মোদীর, হাতে ধরে খাওয়ালেন দুধ, এই ছবি মুগ্ধ করবেই

PM Narendra Modi: বাঘের বাসস্থানেও যান প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে।

| Updated on: Mar 04, 2025 | 6:28 PM
কাচের এপ্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওপ্রান্তে বিশালাকার সিংহ দাঁড়িয়ে কেশর ফুলিয়ে। এমনই বিরল দৃশ্যের সাক্ষী রইল সবাই।

কাচের এপ্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওপ্রান্তে বিশালাকার সিংহ দাঁড়িয়ে কেশর ফুলিয়ে। এমনই বিরল দৃশ্যের সাক্ষী রইল সবাই।

1 / 11
গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন- সংরক্ষণ কেন্দ্র ভানতারার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।

গুজরাটে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন- সংরক্ষণ কেন্দ্র ভানতারার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।

2 / 11
সেখানেই তিনি একদম কাছ থেকে দেখলেন দেশ-বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্যপ্রাণীদের।

সেখানেই তিনি একদম কাছ থেকে দেখলেন দেশ-বিদেশ থেকে উদ্ধার করে আনা বন্যপ্রাণীদের।

3 / 11
কখনও তাঁকে দেখা গেল সিংহ  শাবকদের দুধ খাওয়াতে, কখনও আবার তিনি পশুদের স্বাস্থ্যপরীক্ষা কীভাবে হয়, তা দেখলেন।

কখনও তাঁকে দেখা গেল সিংহ শাবকদের দুধ খাওয়াতে, কখনও আবার তিনি পশুদের স্বাস্থ্যপরীক্ষা কীভাবে হয়, তা দেখলেন।

4 / 11
ভানতারা মুকেশ অম্বানীর ছোট ছেলে আকাশ অম্বানীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীদের পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন।

ভানতারা মুকেশ অম্বানীর ছোট ছেলে আকাশ অম্বানীর মস্তিষ্ক প্রসূত প্রকল্প। ছোটবেলা থেকে পশুপ্রেমী আকাশই বন্যপ্রাণীদের পুনর্বাসনের জন্য ভানতারা তৈরি করেছেন।

5 / 11
ভানতারায় বর্তমানে ২ হাজারেরও বেশি প্রজাতির ১.৫ লাখের বেশি পশু-পাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ-র ব্যবস্থাও রয়েছে।

ভানতারায় বর্তমানে ২ হাজারেরও বেশি প্রজাতির ১.৫ লাখের বেশি পশু-পাখি রয়েছে। তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল, যেখানে এমআরআই, সিটি স্ক্যান, আইসিইউ-র ব্যবস্থাও রয়েছে।

6 / 11
ভানতারায় গিয়ে প্রধানমন্ত্রী মোদী সাদা সিংহ শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গণ্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান।

ভানতারায় গিয়ে প্রধানমন্ত্রী মোদী সাদা সিংহ শাবক, এশিয়াটিক একশৃঙ্গ গণ্ডার, স্নো লেপার্ডের শাবককে নিজে হাতে দুধ খাওয়ান।

7 / 11
বাঘের বাসস্থানেও যান প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে।

বাঘের বাসস্থানেও যান প্রধানমন্ত্রী। বিশালাকার গোল্ডেন টাইগারের মুখোমুখি বসেন তিনি, যাকে সার্কাস থেকে উদ্ধার করে আনা হয়েছে।

8 / 11
  ওকাপি-তেও যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। ওরাংওটাংয়ের শিশুকেও স্নেহের আদর দেন তিনি।

ওকাপি-তেও যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি শিম্পাঞ্জিকে কোলে নেন। ওরাংওটাংয়ের শিশুকেও স্নেহের আদর দেন তিনি।

9 / 11
জেব্রাদের মাঝে হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে।

জেব্রাদের মাঝে হাঁটেন তিনি, খাবার খাওয়ান জিরাফকে।

10 / 11
ভানতারার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। বন্যপ্রাণীদের এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী।

ভানতারার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। বন্যপ্রাণীদের এমন যত্ন সহকারে আশ্রয় দেওয়া এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী।

11 / 11
Follow Us: