পটনা: ভোট আবহেই সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় পাগড়ি বাঁধলেন তিনি। গুরুদ্বারের লঙ্গরে সেবাও করলেন। ভক্তদের পাতে পরিবেশন করলেন খাবার। প্রধানমন্ত্রীকে এই রূপে দেখে আপ্লুত সবাই।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ আজ। সকাল থেকেই চলছে ভোট গ্রহণ। তার মাঝেই প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচারে তিনি গিয়েছেন বিহারে। এ দিন সকালে প্রচার শুরু করার আগে পটনার গুরুদ্বার পটনা সাহিবে দর্শন করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
PM Modi did seva of Chaur Sahib and sat in Paath for “Sarbat Da Bhala”. PM Modi also visited Langar kitchen (Community Kitchen) there, prepared daal, served Food to Sangat present in the Gurudwara. pic.twitter.com/LRxN8zAJdG
— ANI (@ANI) May 13, 2024
PM Narendra Modi performs ‘seva’ and serves langar at Gurudwara Patna Sahib in Patna, Bihar pic.twitter.com/xFZAGvRw7I
— ANI (@ANI) May 13, 2024
গুরুদ্বার পটনা সাহিবে প্রবেশ করেই প্রণাম করতে যান প্রধানমন্ত্রী মোদী। ঢোকার মুখে এক শিশুর সঙ্গে মজা করে হাতও মেলান তিনি।
#WATCH | PM Narendra Modi serves langar at Gurudwara Patna Sahib in Patna, Bihar pic.twitter.com/FWBdcj40Fe
— ANI (@ANI) May 13, 2024
সাদা কুর্তা, উপরে ধূসর জহরকোট এবং মাথায় কমলা পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে।গুরুদ্বারে প্রণামের পর লঙ্গর সেবা করতে যান প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁকে কড়াইয়ে পাক দিতে, রুটি বেলতে দেখা যায়। এরপর তিনি বালতি নিয়ে খাবার পরিবেশন করেন গুরুদ্বারে আগত ভক্তদের মধ্যে।
#WATCH | PM Narendra Modi visits and offers prayers at Gurudwara Patna Sahib in Patna, Bihar pic.twitter.com/GolksgdCBc
— ANI (@ANI) May 13, 2024