নয়া দিল্লি: প্রত্যেকবারের মতো এবারও স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Mod)। তবে করোনা পরিস্থিতির জন্য এই নিয়ে দ্বিতীয়বার কোনও আড়ম্বর হচ্ছে না লাল কেল্লায় (Red Fort)। অতিথি হিসেবে এ বার উপস্থিত থাকবেন ৩২ জন ভারতীয় অ্যাথলিট, যাঁরা অলিম্পিকে পদক জিতেছেন। এ বার প্রথমবার প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ (Mi-17) হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা রাজধানীতে। ঠিক সকাল সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।
যদিও এ বারে অতিথি সংখ্যা কম, তবু নিরাপত্তায় কোনও খামতি রাখা হচ্ছে না। রাজধানী জুড়ে অ্যান্টি-ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছে। গত কয়েক মাসে যে ভাবে বারবার কাশ্মীরের আকাশে পাক ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে, তাতে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানিয়েছেন, দিল্লির স্পর্শকাতর এলাকাগুলির ওপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
৩২ জন অ্যাথলিট, যাঁরা অলিম্পিকে পদক জিতেছেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও আমন্ত্রিত হিসেবে থাকবেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) দুই আধিকারিক। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই তালিকার কথা জানানো হয়েছে। তবে আমন্ত্রিত হলেও সম্ভবত থাকতে পারবেন না এ বারের অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। সূত্রের খবর, জ্বরে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তিনি। উল্লেখ্য, এ বার অলিম্পিকে ইতিহাস তৈরি করেছে ভারত। এবারই প্রথম মোট ৭টি পদক এসেছে ভারতের হাতে, যার মধ্যে একটি সোনা, দুটি রূপো ও চারটি ব্রোঞ্জ।
এ ছাড়া করোনার প্রথম সারির যোদ্ধাদের জন্য একটি আলাদা ব্লক থাকছে লাল কেল্লায়। চিকিৎসক, নার্সদের করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সম্মান জানাতেই এই ব্যবস্থা। গতকাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যে ভাষণ দিয়েছেন, সেখানেও উঠে এসেছে এই প্রথম সারির যোদ্ধাদের কথা। তিনি জানিয়েছেন, এই যোদ্ধাদের জন্যই আজ করোনার দ্বিতীয় তরঙ্গকে আমরা প্রতিহত করতে পেরেছি। এ বার ৭৫ তম স্বাধীনতা দিবস হিসেবে দেশ জুড়ে পালন করা হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। তার জন্য দেশ জুড়ে নানা ধরনের অনুষ্ঠান হবে বিভিন্ন পর্যায়ে।
Greetings to you all on Independence Day.
आप सभी को 75वें स्वतंत्रता दिवस की बहुत-बहुत बधाई। आजादी के अमृत महोत्सव का यह वर्ष देशवासियों में नई ऊर्जा और नवचेतना का संचार करे।
जय हिंद! #IndiaIndependenceDay
— Narendra Modi (@narendramodi) August 15, 2021
এ দিন সকালেই টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি লিখে্ছেন, অমৃত মহোৎসবের এই বছর দেশবাসীর মধ্যে নতুন উৎসাহের সঞ্চার করুক। আরও পড়ুন: ‘এত মানুষের মৃত্যু আমাকে যন্ত্রণা দিয়েছে’, করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন রাষ্ট্রপতি