আহমেদাবাদ: নিজের নির্বাচনী কেন্দ্রের পাশাপাশি নিজের রাজ্যকেও দু’হাত ঢেলে সাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি গুজরাটে ১১০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। এরমধ্যে রয়েছে নতুন ট্রেন, স্টেশনের উপর পাঁচতারা হোটেল, বিশালাকার অ্যাকোয়ারিয়াম ও রোবোটিক গ্যালারি।
বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এ বার পালা তার নিজের রাজ্যের। তবে সশরীরে নয়, ভার্চুয়াল মাধ্যমেই আজকের সমস্ত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে তিনি গতকাল টুইট করেও বলেন, “আমি বরাবরই চেয়েছিলাম রেলস্টেশনগুলি যেন উন্নত মানের হয়। ভ্রমণের পাশাপাশি বাণিজ্য ও থাকা-খাওয়ার মানেও উন্নয়ন আনা প্রয়োজন। সেই প্রচেষ্টাই করা হয়েছে গান্ধীনগরে। উন্নতমানের স্টেশনটি আগামিকাল (আজ) উদ্বোধন করা হবে।”
এ দিনের প্রধানমন্ত্রীর উদ্বোধনী কর্মসূচিতে সবথেকে আকর্ষণীয় জিনিসটি হল গান্ধীনগর রেলস্টেশনে পাঁচতারা হোটেল। গরুদ ও রেলমন্ত্রকের যৌথ প্রচেষ্টায় এই বিশালবহুল হোটেলটি তৈরি করা হয়েছে। ৭,৪০০ স্কোয়ার মিটারের উপর তৈরি এই হোটেলে ৩১৮টি রুম রয়েছে। হোটেলটি তৈরি করতে খরচ হয়েছে ৭৯০ কোটি টাকা।
এছাড়াও প্রধানমন্ত্রী আহমেদাবাদে একটি অ্যাকোয়াটিক গ্যালারি, রোবোটিক গ্যালারি ও একটি নেচার পার্কের উদ্বোধন করবেন। ২৬০ কোটি টাকা খরচে সায়েন্স সিটিতে তৈরি এই অ্যাকোয়ারিয়ামে ১১ হাজার ৬০০ প্রজাতির মাছ ও ১৮৮ প্রজাতির সামুদ্কিক জীব থাকবে। তৈরি করা হয়েছে ২৮ মিটার আন্ডার ওয়াটার টানেলও।
আরেকটি প্রকল্প হল রোবোটিক গ্যালারি। ১২৭ কোটি টাকা খরচে তৈরি এই গ্যালারিতে ৭৯ ধরনের মোট ২০০টিরও বেশি রোবট প্রদর্শন করা হবে। এছাড়াও ১৪ কোটি টাকা খরচ করে ২০ একর জমির উপর তৈরি করা হয়েছে একটি নেচার পার্ক। সেটিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: অগস্টের অন্তেই কি তৃতীয় ঢেউ! আইএমএ’র পর এবার সতর্কবার্তা দিলেন আইসিএমআর-বিশেষজ্ঞ