মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়েই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মোদী, বিতর্কে জল ঢালল কেন্দ্র

ঋদ্ধীশ দত্ত |

May 13, 2021 | 7:44 PM

যে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে মোদী বৈঠক করবেন, সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়েই জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মোদী, বিতর্কে জল ঢালল কেন্দ্র
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: দেশের ভয়াবহ পরিস্থিতি খতিয়ে আগামী সপ্তাহে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এমনই কথা জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের তরফে। যদিও সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে, যে সময় করোনা যুদ্ধে বারবার একজোট হয়ে কেন্দ্র এবং রাজ্যের লড়ার কথা বলা হচ্ছে, সেই সময় রাজ্যকে অন্ধকারে রেখে কেন পৃথকভাবে জেলাশাসকদের নিয়ে বৈঠক করবে কেন্দ্র?

পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক বিজেপি বিরোধী রাজ্য এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। একে সাংবিধানিক পরিকাঠামো ভাঙার চেষ্টা বলেও আখ্যা দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে প্রধানমন্ত্রীর দফতরের উপরও। বিতর্কে জল ঢালতে এ দিন পিমও সূত্রে জানানো হয়, যে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে মোদী বৈঠক করবেন, সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। যদিও মুখ্যমন্ত্রী যে হাজির থাকতে পারবেন, এমন কোনও নিশ্চয়তা এখনও পায়নি রাজ্য।

পিএমও-র তরফে জানানো হয়েছে, আগামী ১৮ মে প্রথম বৈঠকটি করবেন মোদী। সংক্রমণের হার অত্যাধিক এমন ৪৬ টি জেলার জেলাশাসকদের নিয়ে এই বৈঠকের আয়োজন হবে। দ্বিতীয় বৈঠকটি হবে ২০ মে। সেই দিনের বৈঠকে সংক্রমণের হার উদ্বেগজনক এমন ৫৪ টি জেলার জেলাশাসকদের সঙ্গে নমো বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীরা হাজির থাকবেন সেই বৈঠকে।

আরও পড়ুন: ব্যর্থ মোদীর নির্বাচনী স্ট্র্যাটেজি! মমতার পাল্টা চালে এবার বাংলার কৃষকদের অ্যাকাউন্টেও কিসান সম্মান নিধির টাকা

এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ-সহ মোট ১০ রাজ্যকে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড, পুদুচেরির নাম রয়েছে এই তালিকায়। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগণা, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ও হুগলির জেলাশাসকদের এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। কেননা এই জেলাগুলির সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকেই বাজারে স্পুটনিক ভি, টিকাকরণে আরও এক ধাপ এগোবে ভারত

Next Article