PM Narendra Modi: বর্ষশেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, কী কী প্রকল্পের উদ্বোধন করবেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 23, 2022 | 9:40 AM

PM Modi's West Bengal Visit: রাজ্যের রুটেও এবার চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি চলবে এই ট্রেন। মাত্র ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে।

PM Narendra Modi: বর্ষশেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, কী কী প্রকল্পের উদ্বোধন করবেন?
রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।

Follow Us

নয়া দিল্লি: ডিসেম্বরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ৩০ তারিখ নমামি গঙ্গে পরিষদের সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসছেন তিনি। রাজ্যের একাধিক প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেও। এক মঞ্চেই উপস্থিত থাকবেন দুইজন। এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে। এছাড়াও বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু জোকা থেকে তারাতলা মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করা হবে। ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করা হবে এই প্রকল্পগুলির।

বছরের শেষে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। নমামি গঙ্গে পরিষদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত ধরে যে প্রকল্পগুলির সূচনা হবে, সেগুলি হল-

১) হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা।

২) জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা। ৬.৫ কিমি দীর্ঘ এই মেট্রো পরিষেবার উদ্বোধন করা হবে।

৩) নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনর্গঠনের শিলান্যাস। ৩৩৫ কোটি টাকা খরচ হবে এই নির্মাণকাজে।

৪) বইঁচি – শক্তিগড়ের তৃতীয় লাইন। ২৫.৮৩ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরি করতে খরচ হবে ৪০৫ কোটি টাকা।

৫) ডানকুনি- চন্দনপুর চতুর্থ লাইন। ২৫.৪১ কিলোমিটার দীর্ঘ পথ তৈরিতে ব্যয় হবে ৫৬৫ কোটি টাকা।

৬) নিমতিতা- ফরাক্কা ডাবলিং লাইন। ২৫.৪২ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরি করতে ব্যয় হবে ২৫৪ কোটি টাকা।

৭) আম্বারি ফালাকাটা – নিউ ময়নাগুড়ি – গুমানিহাট ডাবলিং লাইন। ৮৮.১৭ কিলোমিটার দীর্ঘ এই পথ তৈরিতে খরচ হবে  ১৪৬.০১ কোটি টাকা।

জানা গিয়েছে, রাজ্যের রুটেও এবার চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি অবধি চলবে এই ট্রেন। মাত্র ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে। উল্লেখ্য, এখনও অবধি শতাব্দী এক্সপ্রেসই সবচেয়ে দ্রুতগতির ট্রেন। সেই ট্রেনে যেতে ৮ ঘন্টা ২০ মিনিট লাগে। এবার বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে সবথেকে কম সময়ে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে হাওড়া থেকে।

অন্যদিকে, বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে বৃহস্পতিবারই জেলা আধিকারিকদের সঙ্গে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রায় এক ঘণ্টা ধরে বৈঠক চলে। সেই বৈঠকে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করার নির্দেশ দেন মুখ্যসচিব। জানা গিয়েছে, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা- রাজ্যের এই ছয় জেলার উপর দিয়ে যাবে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে।

Next Article