নয়া দিল্লি: আজ, মঙ্গলবার ১৫ অগস্ট। ৭৭ তম স্বাধীনতা দিবসে (Independence Day) পদার্পণ করল ভারত। সকাল সাড়ে ৭টা নাগাদ লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার আগে এদিন সকালেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, সকালেই নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
৭৭ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ শেষ করে নেমে আসার সময় হাত নেড়ে সেখানে উপস্থিত অতিথি-সহ সমগ্র দেশবাসীকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর লালকেল্লা চত্বরে উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট অতিথিদের কাছে গিয়ে তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রী। অনেকের সঙ্গে করমর্দনও করেন তিনি।
১৪০ কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করে ২০৪৭ সালে জাতীয় পতাকা উত্তোলনের সময় ভারতকে বিশ্বভারত করে তোলার বার্তা দিয়ে ৭৭ তম স্বাধীনতা দিবসের ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শেষে ভারতমাতা কি জয়, বন্দে ভারত বলে শ্লোগানও দেন তিনি।
আগামী বছর এই লালকেল্লা থেকে ফের স্বাধীনতা দিবসের ভাষণ দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “আপনাদের দেশের উপলব্ধি, দেশের সংকল্প, গৌরবের কথা আপনাদের সামনে প্রস্তুত করব।” জনগণের জন্যই তিনি বেঁচে রয়েছেন, জনগণের জন্যই স্বপ্ন দেখেন, জনগণের জন্যই পরিশ্রম করেন জানিয়ে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, দেশবাসী দায়িত্ব দেওয়ার জন্য তিনি এটা করেন না, তিনি দেশবাসীকে পরিবার ভাবেন, তাই এটা করেন। দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য সেবক, দরোয়ান হয়েই থাকতে চান বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুর্নীতি, পরিবারবাদ ও তুষ্টিকরণ আমাদের দেশের শত্রু। এই তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। ভারতকে বিশ্বপিতা করার সংকল্প পূরণ করতে হলে চোখে-চোখ রেখে তিন শত্রুর বিরুদ্ধে লড়তে হবে। দুর্নীতি দেশের ক্ষতি করেছে। পরিবারবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছে। তুষ্টিকরণে আমাদের দেশের বদনাম করেছে। নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ওদের লক্ষ্য হল, দলের জন্য, দলের দ্বারা আর দলের জন্য কাজ করে।
আজ লালকেল্লা থেকে আপনাদের সাহায্য, আশীর্বাদ নিতে এসেছি। গত কয়েক বছরে দেশকে যা বুঝেছি তার থেকে বলছি, আজ স্বাধীনতার অমৃতকালে আমাদের শপথ নিতে হবে, ১০০ বছর স্বাধীনতা দিবস উদযাপনের সময় ভারতের জাতীয় পতাকা বিশ্বভারতের জাতীয় ভারত হতে হবে। আমাদের দেশ বিশ্বভারত হবে।
কৃষিক্ষেত্রে প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেবে ভারত সরকার। কৃষিকাজে ড্রোনের সাহায্য নিলে উন্নতি ঘটবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আপাততত ১৫ হাজার ড্রোন দেবে ভারত সরকার।
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মহিলা পাইলট রয়েছে ভারতে। বিমানবাহিনী থেকে স্বনির্ভর গোষ্ঠীতে মহিলাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি অঙ্গ দুর্বল হলে পুরো শরীর দুর্বল হয়। তাই সমাজের সমস্ত স্তরকে উন্নীত করা চেষ্টা করা হচ্ছে। ভারত গণতন্ত্রের জননী এবং বিবিধ বৈচিত্র্যের অধিকারী। দেশের যে কোনও জায়গায় কোনও ঘটনা ঘটলে ভারতের অন্য জায়গায় তার প্রভাব পড়ে। এমনকি বিশ্বের কোথাও কোনও ঘটনা ঘটলে সেই সমস্যা অনুভব করে ভারত।
নির্দিষ্ট সময়ের মধ্যে ৫জি-র লক্ষ্য পূরণে সমর্থ হয়েছে। এবার ৬জি পালন করতে চলেছে। ভারতে নতুন সংসদ করার কথা দিয়েছিলাম। সময়ের আগেই নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। এই ভারত আত্মবিশ্বাসে ভরপুর। সংকল্প পূরণের পথে এগিয়ে চলে। এই ভারত থামে না, ক্লান্ত হয় না, পরাজিত হয় না।
ডিজিটাল প্রযুক্তিতে ভারত অনেক এগিয়েছে। বন্দে ভারত ট্রেনের সূচনা-সহ রেল থেকে সামুদ্রিক ক্ষেত্রে একাধিক উন্নয়ন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আজ ভারত পুরানো ভাবনা ছেড়ে লক্ষ্য স্থির করে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছে ভারত।
সিরিয়াল বোমা বিস্ফোরণ, জঙ্গি হামলার ঘটনা এখন অতীত, নকশাল এলাকার পরিস্থিতি বদলে গিয়েছে বলে ৭৭ তম স্বাধীনতা দিবসে দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গিদের বিরুদ্ধে তাঁর সরকার বিশেষ পদক্ষেপ করেছে বলেও জানালেন তিনি।
আগামী বছরই লোকসভা নির্বাচন। তিনিই সরকার গড়বেন বলে এদিন লালকেল্লায় দাঁড়িয়ে পরোক্ষে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “যে সব প্রকল্পের শিলান্যাস করেছি, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন আমিই করব। আগামী ৫ বছরে ভারত বিশ্বের অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে। এই ভারত হারতে জানে না।” তিনি আরও বলেন, “আমরা অনেক বড় এবং অনেক দূরের স্বপ্ন দেখি। শুধু স্বপ্ন দেখি না, সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করি।”
আজ আমরা বিশ্বের অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে এসেছি। ডিজিটাল প্রযুক্তিতে এগিয়েছি। শুধু তাই নয়, পূর্বতন সরকারের লক্ষ-লক্ষ টাকা গিয়েছিল দুর্নীতিতে। আজ দুর্নীতিমুক্ত হয়েছে দেশ।
নিজের সরকারের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের উন্নয়নে প্রয়োজন একটি মজবুত সরকার। যেটা বর্তমানে রয়েছে। আজ দেশের এমন এক সরকার রয়েছে, যে সরকার প্রতি মুহূর্তে দেশের উন্নয়ন আর জনগণের কথা চিন্তা করে। এই সরকারের একটাই দিশা- প্রথমে দেশ। ২০১৪ ও ২০১৯-এ আপনি এমন একটি সরকার গড়েছিলেন যে, আমার সংস্কার করার সাহস রয়েছে এবং একের পর এক সংস্কার করেছে। বর্তমানে সংস্কার করে দেশ গড়ে তোলা হয়েছে। আগামী ১০০০ বছরের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার মানসিকরতা আমাদের রয়েছে। যদিও সংস্কার করার জন্য বিরোধিতার মুখে পড়তে হয়েছে।
কোভিডের সময় বিশ্ব নতুনভাবে ভাবতে শুরু করেছে। বিশ্বযুদ্ধের পরে বিশ্ব যেভাবে একটি নতুন বিশ্বব্যবস্থা পেয়েছিল, আমি দেখতে পাচ্ছি একটি নতুন বিশ্বব্যবস্থা এবং ভূ-রাজনৈতিক সমীকরণ করোনভাইরাস পরে বিকশিত হচ্ছে। গোটা বিশ্বকে সাহায্য করেছে ভারত। আজ ভারত উদীয়মান হয়ে উঠেছে। এখন বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে আর থামানো যাবে না।
এই দেশে সুযোগের খামতি নেই। যুবশক্তিকে সুযোগ দিতে সমর্থ দেশ। স্টার্ট আপে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে ভারত। প্রযুক্তির উন্নয়ন, নতুন অ্যাপ নিয়ে আসা -সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এগিয়ে চলেছে। খেলার দুনিয়াতেও ভারত শীর্ষে।
ভারত আধুনিকতার দিকে এগোচ্ছে। দেশের উত্থান ও উন্নয়নের ফলে ভারতের প্রতি গোটা বিশ্বের আস্থা হয়েছে। আজ আমরা যাই করি না কেন, আগামী ১০০০ বছরের জন্য দেশের ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।
আজ আমাদের দেশ জনবিন্যাস, গণতন্ত্র ও বৈচিত্র্য দেশের সম্পদ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই তিন বৈশিষ্ট্য মিলে জাতির স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা রয়েছে। যুব শক্তির উপর ভরসা রয়েছে। যুগ যুগ ধরে ভারতের শোষণ হয়েছে। অনেক লড়াই করে স্বাধীনতা এসেছে।
অতিবৃষ্টি, ভূমিধসে হিমাচল, উত্তরাখণ্ড বিপর্যস্ত। ঠিকমতো ফসল উৎপাদনও হয়নি। এদিন প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এবার প্রাকৃতিক দুর্যোগে বেশ কিছু অকল্পনীয় সংকট তৈরি হয়েছে। যারা এই ঘটনার মুখোমুখি হয়েছেন তাঁদের সকলের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি।”
৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে হিংসা-বিধ্বস্ত মণিপুুরের প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে মণিপুর উত্তপ্ত। অবেক মা-বোনেদের সম্মান নষ্ট হয়েছে। তবে মণিপুরে শান্তি বজায় রাখতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে প্রয়াস চালিয়েছে। ধরে-ধীরে মণিপুর শান্ত হচ্ছে। এখন মণিপুরে শান্তি রয়েছে। গোটা দেশ মণিপুরের পাশে রয়েছে। এই শান্তি বজায় রাখতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।”
জাতীয় পতাকা উত্তোলন করে লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে নিজের পরিবার উল্লেখ করে সকল নাগরিক-সহ ভারতের শুভাকাঙ্খীদের অমৃত মহোৎসবের শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বলে উল্লেখ করেন তিনি।
ঘড়ি ধরে ঠিক সাড়ে ৭টায় লালকেল্লায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে তেরঙা উত্তোলন করে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাকগ্রাউন্ডে বাজল জাতীয় সঙ্গীত, জনগণমন…।
#WATCH | Prime Minister Narendra Modi hoists the National Flag at the Red Fort in Delhi, on #IndependenceDay pic.twitter.com/lO3SRCM7kZ
— ANI (@ANI) August 15, 2023
সিজেআই ডি.ওয়াই চন্দ্রচূড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লালকেল্লায় পৌঁছেছেন। পতাকা উত্তোলনের প্রাক্কালে পরস্পর শুভেচ্ছা বিনিময় করলেন।
#WATCH | CJI DY Chandrachud and Union Home Minister Amit Shah greet each other at Red Fort during Independence Day celebrations pic.twitter.com/3EhYKb9GXC
— ANI (@ANI) August 15, 2023
দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলনের প্রাক্কালে রাজঘাটে মহাত্মা গান্ধীর শহিদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Independence Day 2023: PM Modi arrives at Rajghat pays tribute to Mahatma Gandhi
Read @ANI Story | https://t.co/Xe440aSu6R#PMModi #MahatmaGandhi #IndependenceDay2023 pic.twitter.com/Dy8zLv8rCX
— ANI Digital (@ani_digital) August 15, 2023
৭৭ তম স্বাধীনতা দিবসের উদযাপনী অনুষ্ঠান শুরুর প্রাক্কালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হল।
#WATCH | PM Modi inspects Guard of Honour at Red Fort on 77th Independence Day pic.twitter.com/rApPoGly4X
— ANI (@ANI) August 15, 2023
৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে সকাল সওয়া ৭টা নাগাদ লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে অভ্যর্থনা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
PM Modi arrives at Red Fort for Independence Day celebrations pic.twitter.com/w1WGAyy169
— ANI (@ANI) August 15, 2023
৭৭ তম স্বাধীনতা দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি হিন্দি ও ইংরেজিতে লিখেছেন, “আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক-অনেক অভিনন্দন। আসুন এই ঐতিহাসিক মুহূর্তে অমৃতকালের উদযাপনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সংকল্প এবং তাঁদের লক্ষ্যকে সম্পূর্ণ করি। জয় হিন্দ।”
आप सभी को स्वतंत्रता दिवस की अनेकानेक शुभकामनाएं। आइए, इस ऐतिहासिक अवसर पर अमृतकाल में विकसित भारत के संकल्प को और सशक्त बनाएं। जय हिंद!
Best wishes on Independence Day. We pay homage to our great freedom fighters and reaffirm our commitment to fulfilling their vision. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) August 15, 2023