নয়া দিল্লি: আজ ১৫ অগস্ট, ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day)। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা- দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব উদযাপিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেরঙা উত্তোলন করে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী হিসাবে স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে এটা তাঁর দশম এবং ২০২৪ লোকসভা ভোটের আগে শেষ ভাষণ হবে। তাই দেশ-বিদেশের কয়েক হাজার অতিথির উপস্থিতিতে লালকেল্লা থেকে এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে সকলে।
প্রধানমন্ত্রী কখন জাতির উদ্দেশে ভাষণ দেবেন?
এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দিল্লির লালকেল্লায় ৭৭ তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পতাকা উত্তোলনের পরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
জাতির উদ্দেশে ভাষণে কী বলতে পারেন প্রধানমন্ত্রী?
সূত্রের খবর, ৭৭ বছর আগে ব্রিটিশ শাসকদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেই বীর সংগ্রামীদের স্মরণে তাঁদের ইতিহাস তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করেছে। সেই সমস্ত ঘটনাবলী থেকে তাঁর সরকারের সাফল্য তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভারত যে বিশ্বের দরবারে এক উন্নীত স্থানে পৌঁছেছে, ভারতের সভাপতিত্বে জি-২০ সামিট অনুষ্ঠিত হতে চলেছে, সেই সমস্ত ঘটনার কথা দেশবাসীর কাছে তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ২০১৯ লোকসভা নির্বাচনের আগের শেষ ভাষণে অর্থাৎ ২০১৮-র স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা দেশবাসীর কাছে তুলে ধরেছিলেন। ২০২৪ লোকসভা ভোটের আগে এদিনও প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিগত ৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনের সূচনার কথা তুলে ধরতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
কোন প্ল্যাটফর্মে শোনা যাবে প্রধানমন্ত্রীর ভাষণ?
১) বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যেমন, বিজেপির X (টুইটার) হ্যান্ডেল, পিএমও এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে লালকেল্লা থেকে সরাসরি প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ শোনা যাবে। বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পেজেও শোনা যেতে পারে।
২) টিভি চ্যানেল-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সরাসরি প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ সম্প্রচারিত হবে।
৩) অনলাইন- কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট aamantran.mod.gov.in-এ টিকিট বুকিংয়ের মাধ্যমে সরাসরি লালকেল্লায় দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া যেতে পারে।
লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত সমাজের সর্বস্তর থেকে সমাজে অবদানকারী বিশিষ্ট ব্যক্তিদেরও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এরকম প্রায় ১৮০০ জন আমন্ত্রিত থাকছেন। যার মধ্যে শিক্ষক, সরপঞ্চ থেকে কৃষক, শ্রমিক, সাধারণ গৃহবধূও রয়েছেন।