G-20 Summit 2023: জি-২০ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদীর ব্যস্ততা তুঙ্গে, সূচি একনজরে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 07, 2023 | 1:41 PM

PM Narendra Modi: দেশে জি-২০ শীর্ষ সম্মেলন বসছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান-সহ বিদেশি অতিথিরা আসতে শুরু করবেন শুক্রবার থেকেই। তাই এক মুহূর্ত সময় নষ্ট করার সময় নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

G-20 Summit 2023: জি-২০ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদীর ব্যস্ততা তুঙ্গে, সূচি একনজরে
জি-২০ সামিটের আগে ব্যস্ততা তুঙ্গে প্রধানমন্ত্রী মোদী।

Follow Us

নয়া দিল্লি: জি-২০ শীর্ষ সম্মেলন শুরু হতে আর ৩ দিন বাকি। এর মধ্যেই এশিয়ান সামিটে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সামিটে যোগ দেওয়া-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। মঙ্গলবার সন্ধ্যায় এশিয়ান সামিটে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়ার আগে মন্ত্রিসভার বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে, জি-২০ সামিটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যস্ততা তুঙ্গে। জি-২০ সামিটের আগে প্রধানমন্ত্রীর সূচি দেখে নেওয়া যাক একনজরে…

এদিন দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বিকালে মন্ত্রিসভার বৈঠকও করেন তিনি। জি-২০ সামিটের প্রাক্কালে থাকছেন না প্রধানমন্ত্রী। এদিন সন্ধ্যাতেই তিনি জাকার্তার উদ্দেশে রওনা দিয়েছেন। তবে জি-২০ সামিটে কোনও খামতি রাখতে চান না তিনি। তাই দেশ ছাড়ার আগেই মন্ত্রিসভা ও মন্ত্রি পরিষদের বৈঠকে যোগ দেন তিনি। জি-২০ সামিটের আগে মন্ত্রিসভার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মন্ত্রিসভার বৈঠকের পর নির্ধারিত সূচি অনুসারে এদিন সন্ধ্যায় জাকার্তার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৭টা নাগাদ তিনি বিশেষ বিমানে জাকার্তার উদ্দেশে রওনা দেন। আগামিকাল অর্থাৎ ৭ সেপ্টেম্বর ভোর ৩টেয় জাকার্তা পৌঁছবেন তিনি। তারপর ভারতীয় সময় সকাল ৭টায় জাকার্তায় বসবে ASEAN ইন্ডিয়া সামিট। তারপর পৌনে ৯টা নাগাদ ইস্ট এশিয়া সামিটেও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী।

দেশে জি-২০ শীর্ষ সম্মেলন বসছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান-সহ বিদেশি অতিথিরা আসতে শুরু করবেন শুক্রবার থেকেই। তাই এক মুহূর্ত সময় নষ্ট করার সময় নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেজন্য পরপর দুটি সামিটে যোগ দেওয়ার পরই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ জাকার্তা থেকে দিল্লির উদ্দেশে বিমানে উঠবেন মোদী। প্রায় ৭ ঘণ্টা জার্নি করে সন্ধ্যা পৌনে ৭টাতেই দিল্লি এসে পৌঁছনোর কথা রয়েছে তাঁর।

প্রায় ৭ ঘণ্টা আকাশপথে জার্নি করে ফিরে রাতটুকুই বিশ্রামের সময় থাকছে নমো-র হাতে। যদিও তার মধ্যেও জি-২০ সামিট-সহ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিতে হবে। শুক্রবার সকাল থেকেই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসার সূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। জি-২০ সামিটের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ ৩ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। মূলত, সামিটের আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েই মার্কিন প্রেসিডেন্ট-সহ অন্যদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নিতে চান নমো। তারপর শনি ও রবিবার সকাল থেকে ভারতের সভাপতিত্বে জি-২০ শীর্ষ সম্মেলনে বিশেষ ভূমিকায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Next Article