PM Modi Road Show: সোমবার রাজধানীতে ‘মোদি-ম্যাজিক’, প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে বাড়ছে উন্মাদনা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 16, 2023 | 6:10 AM

প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন বেশ কয়েকটি পথ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলেও দিল্লি পুলিশের ট্রাফিক উপদেষ্টা জানিয়েছেন।

PM Modi Road Show: সোমবার রাজধানীতে মোদি-ম্যাজিক, প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে বাড়ছে উন্মাদনা
প্রতীকি ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লি রোড অবশেষে হচ্ছে। তবে ১৭ জানুয়ারি নয়, আজ, সোমবার দুপুর ৩টে নাগাদ রাজধানীতে শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। প্রধানমন্ত্রীর রোড শোয়ের জন্য যান দিল্লিতে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁর নিরাপত্তায় যাতে কোনও খামতি থাকে সে ব্যাপারেও তৎপর দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, আজ, ১৬ই জানুয়ারি দুপুর ৩টে থেকে ভারতীয় জনতা পার্টি (BJP) একটি রোড শোয়ের আয়োজন করেছে। সংসদ প্যাটেল চক থেকে সংসদ মার্গ জয় সিং জংশন পর্যন্ত রোড শো চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন রোড শোয়ে। তাই তাঁর নিরাপত্তার কথা ভেবে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন বেশ কয়েকটি পথ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলেও দিল্লি পুলিশের ট্রাফিক উপদেষ্টা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর রোড শোয়ের জন্য দিল্লির কোন-কোন পথ বন্ধ থাকবে?
দিল্লী পুলিশের ট্রাফিক উপদেষ্টা জানান, অশোকা রোড (উইন্ডসোর প্লেস থেকে জয় সিং রোড জিপিও- দুটি পথ), সংসদে মার্গ, টলস্টয় রোড (জনপদ থেকে সংসদ মার্গ), রফি মার্গ (রেল ভবন থেকে সংসদ মার্গ) সহ যন্তর মন্তর রোড, ইমতিয়াজ খান মার্গ এবং বাংলা সাইব লেন বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো দুপুর ৩টে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। সেজন্য যে পথে রোড শো হবে, সেই পথগুলি দুপুর আড়াইটে থেকে রোড শো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, বিকেল ৫টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই রাস্তাগুলি বন্ধ থাকার জন্য অন্যান্য পথে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আগাম সতর্কবার্তা দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি ট্রাফিকের উপদেষ্টা জানান, বাবা খড়ক সিং রোড, আউটার সার্কেল কন্নট প্লেস, পার্ক স্ট্রিট, শঙ্কর রোড, মিন্টো রোড, মন্দির মার্গ, বারাখাম্বা রোড, রাইসিনা রোড, টলস্টয় রোড, জনপথ ফিরোজ শাহ রোড সহ সংলগ্ন রাস্তা এবং রঞ্জিত সিং ফ্লাইওভারে যানজট হতে পারে। তাই এই সমস্ত রাস্তাগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছে দিল্লি ট্রাফিক পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে, গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে জাতীয় যুব উৎসব পালনে কর্নাটকের হুবালিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে আয়োজন করা হয়েছিল বিশাল এক রোড শোয়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে গাড়ির সামনে পাদানিতে দাঁড়িয়ে হাত নাড়ছিলেন।

প্রধানমন্ত্রীকে একবার সামনাসামনি দেখতে ভিড় জমিয়েছিলেন লক্ষ-লক্ষ মানুষ। সেই সময় হঠাৎ করে নিরাপত্তাবেষ্টনী টপকে এক কিশোর ছুটে আসে প্রধানমন্ত্রীর দিকে। তাঁর হাতে ধরা মালা, প্রধানমন্ত্রীকে সেটি পরাতে যাচ্ছিল। যদিও মালা পরানোর আগেই তাকে ধরে ফেলেন এবং সরিয়ে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি (SPG)। পরে পুলিশি জেরায় ওই কিশোর ও তার পরিবারের সদস্যরা জানায়, কুণাল ধোনগাড়ি নামে ওই কিশোর ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং নরেন্দ্র মোদীর অন্ধভক্ত। তবে এই ঘটনার পরই ফের একবার প্রশ্নের মুখে পড়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। তাই এবার প্রধানমন্ত্রীর রোড শো নিয়ে তৎপর দিল্লি পুলিশ।

Next Article