TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী
Jan 01, 2023 | 12:05 AM
ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকবার সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটান নরেন্দ্র মোদী। ২০২২-এ দীপাবলি উদযাপন করতে তিনি গিয়েছিলেন কার্গিল। সেনাবাহিনীর কপ্টারে কার্গিল পরিদর্শন করেন তিনি। ছবি- narendramodi.in
'সেভ সয়েল' উদ্যোগে অংশ নিতে গিয়ে সদগুরুর মুখোমুখি প্রধানমন্ত্রী মোদী। ইশা ফাউন্ডেশনের একটি উদ্যোগ এই 'সেভ সয়েল' । ছবি- narendramodi.in
নিজের লোকসভা কেন্দ্র বারানসীতে চায়ের কাপ হাতে আড্ডায় মোদী। শুধু প্রধানমন্ত্রী নন, বিজেপির অনেক নেতাই সাধারণের কাছাকাছি পৌঁছতে 'চায়ে পে চর্চা' করে থাকেন। ছবি- narendramodi.in
২০২২-এ নাগপুর মেট্রো উদ্বোধন করে নিজেই একটি টিকিট কেটে ট্রেনে চেপেছিলেন মোদী। মেট্রো কামরায় এক নবজাতককে দেখে কোলে তুলে নিয়েছিলেন তিনি। ছবি- narendramodi.in
'বন্দে ভারত' ট্রেনে মোদী। সম্প্রতি পশ্চিমবঙ্গেও এই উচ্চগতিসম্পন্ন ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ছবি- narendramodi.in
এক ঐতিহাসিক মুহূর্ত। জি ২০ সম্মেলনের সভাপতিত্বের ভার গ্রহণ ভারতের। আনুষ্ঠানিকভাবে সেই ভার তুলে দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। ছবি- narendramodi.in
কার্গিলে গিয়ে সেনা জওয়ানদের হাত থেকে একচি রাইফেল নিয়ে পরখ করছেন প্রধানমন্ত্রী। ছবি- narendramodi.in
দিল্লিতে একটি টানেল পরিদর্শনের সময় পড়ে থাকা একটি টিনের পাত্র নিজেই কুড়িয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী। স্বচ্ছ ভারত-এর এক উদাহরণ তৈরি করছেন তিনি। ছবি- narendramodi.in
মায়ের জন্মদিনে গুজরাটের বাড়িতে মোদী। সদ্য প্রয়াত হীরাবেন মোদী ২০২২-এ ১০০-য় পা দেন। ছবি- narendramodi.in
গুজরাটে এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের হাতে আঁকা ছবি তুলে দিচ্ছেন নরেন্দ্র মোদীর হাতে। ছবি- narendramodi.in