নয়া দিল্লি: নির্বাচন কমিশনের বিধি ভাঙা যাবে না, তাই ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট মিটতেই আবার নেমে পড়লেন জনসেবায়। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের ঘোষণা করা হল ক্ষতিপূরণ। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। ক্ষতিপূরণ পাবেন বাংলার মানুষরাও।
গত সপ্তাহে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এরপর তা বাংলাদেশে মোড় নিলেও, রেমালের ঝাপটায় বিগত এক সপ্তাহ ধরে ঝড়-বৃষ্টিতে ভাসছে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অসমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মেঘালয়, মিজোরাম, মণিপুরেও ঝড়-বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। বাড়ি চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ অনেকে। রবিবারই ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে, শুক্রবারই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাংলা ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড় রেমালের জেরে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased due to the natural disasters in the aftermath of Cyclone Remal in Assam, Manipur, Meghalaya, Mizoram, Tripura and West Bengal. The injured would be given Rs. 50,000 each: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 31, 2024
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় রেমালে এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। ২ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।