নয়া দিল্লি: অটোচালকদের দৌরাত্ম্যের অভিযোগ মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে। তবে রাজধানীর এই ঘটনা শিউরে দিচ্ছে আমজনতাকে। ফাঁকা অটোতে কলেজ ছাত্রীকে একা পেয়ে চরম কুকীর্তি অটো চালকের। ছাত্রীকে বাজে উদ্দেশ্য নিয়ে স্পর্শ করার অভিযোগ উঠল দিল্লির এক অটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির সিভিল লাইনস থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছেন পুলিশকর্মীরা।
ঘটনাটি ঘটেছিল সেপ্টেম্বর মাসে। ১৫ সেপ্টেম্বর সকাল বেলা কলেজের দিকে যাচ্ছিল ওই কিশোরী। ঘড়িতে তখন প্রায় সাড়ে আটটা। দিল্লির একটি বাস স্ট্যান্ড থেকে কলেজে যাওয়ার জন্য অটো ধরেছিল ওই কলেজ ছাত্রী। ফাঁকা অটো। যাত্রী বলতে কিশোরী একাই ছিল সেখানে। আর সেই সুযোগ নিয়েই ফাঁকা অটোতে কিশোরীকে বাজে উদ্দেশ্য নিয়ে অটোচালক স্পর্শ করে বলে অভিযোগ। উত্তর দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার মনোজ কুমার মীনা জানাচ্ছেন, আচমকা অটোচালকের এমন কুকীর্তিতে ভীষণ ঘাবড়ে যায় ওই কলেজ ছাত্রী। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতেই অটো থেকে নামার চেষ্টা করে সে। এরপর মাঝরাস্তায় একটি বাসস্ট্যান্ডে অটো থেকে নেমে পালিয়ে যায় কিশোরী।
ওদিনই পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা পড়ে অটোচালকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। শুরু হয় খোঁজাখুজি। ডেপুটি পুলিশ কমিশনার জানাচ্ছেন, অন্তত একশোটিরও বেশি অটো পুলিশের নজরে ছিল। এরপর গতসপ্তাহেই ওই অভিযুক্ত অটোচালকের খোঁজ পায় পুলিশ এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে পুলিশের জেরার মুখে ওই অভিযুক্ত অটোচালক স্বীকার করে নিয়েছে কলেজ ছাত্রীকে টার্গেট করার বিষয়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই অটোচালকের বিরুদ্ধে এর আগেও একাধিক ভয়ঙ্কর অভিযোগ রয়েছে। অপহরণ, ডাকাতি ও ধর্ষণের অভিযোগে তিনটি পৃথক মামলা রয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে।