Bengaluru Stampede: পুলিশ কমিশনারই সাসপেন্ড! পদপিষ্টের ঘটনায় হাজতবাস করতে হবে RCB-কর্তাদেরও?
Bengaluru Stampede: আরসিবি ও ক্রিকেট অ্যাসোসিয়েশনই আগ বাড়িয়ে পোস্ট করে বিজয় উৎসবের কথা এবং ফ্যানদের আমন্ত্রণ জানায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠানের জন্য কোনও গেট পাস বা টিকিটের ব্যবস্থাও করা হয়নি। এতে ভিড় আরও বাড়ে।

বেঙ্গালুরু: কর্তব্যে গাফিলতি। বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশ কমিশনারকেই সাসপেন্ড করে দেওয়া হল। এছাড়া এসিপি, ডিসিপি সহ পুলিশের একাধিক কর্তাকেও সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামারাইয়া নিজেই বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে জানান এ কথা। পদপিষ্টের ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে।
বুধবার আরসিবি-র প্রথমবার আইপিএল ট্রফি জয়ে উল্লাসেই সামিল হতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১১ জন সমর্থকের। আহত হন আরও ৫০ জন। এই ঘটনায় সরকারের দিকে গাফিলতির অভিযোগ উঠতেই, তারা যাবতীয় দোষ কর্নাটক ক্রিকেট বোর্ড ও আরসিবি টিমের উপরই চাপিয়ে দিয়েছে।
গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর জরুরি সাংবাদিক বৈঠকর করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন আরসিবি, অনুষ্ঠান আয়োজক সংস্থা ডিএনএ ও ক্রিকেট বোর্ডের দায়িত্বহীনতার প্রমাণ মিলেছে। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সিআইডি তদন্তের পাশাপাশি মুখ্য়মন্ত্রী অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি মাইকেল কুনহার নেতৃত্বে একটি কমিশনও গঠন করেছেন তদন্তের জন্য।
কর্তব্য়ে গাফিলতির অভিযোগে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি. দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশ, বেঙ্গালুরু সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি এইচ.টি. শেখর, এসিপি বালকৃষ্ণ, কিউবন পার্ক ইন্সপেক্টর গিরিশ.একে-কে বরখাস্ত করা হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, ট্রফি জেতার পর, ৩ জুন আরসিবি টিমের প্রধান বেঙ্গালুরুতে পরেরদিনই ভিকট্রি প্য়ারেড ও বিজয় উৎসব আয়োজন করতে চেয়ে বেঙ্গালুরু সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু একদিনের মধ্যে যে এত বড় অনুষ্ঠানের আয়োজন ও নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তা লিখিতভাবে জানাননি পুলিশ কমিশনার।
আরসিবি ও ক্রিকেট অ্যাসোসিয়েশনই আগ বাড়িয়ে পোস্ট করে বিজয় উৎসবের কথা এবং ফ্যানদের আমন্ত্রণ জানায়। চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠানের জন্য কোনও গেট পাস বা টিকিটের ব্যবস্থাও করা হয়নি। এতে ভিড় আরও বাড়ে। কতটা ভিড় হতে পারে এরকম অনুষ্ঠানে, তার ধারণা ছিল না উদ্যোক্তাদের। তাদের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা ঘটে। আরসিবি, কর্নাটক ক্রিকেট বোর্ড, অনুষ্ঠান আয়োজক সংস্থা ডিএনএ-র বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পাশাপাশি কর্নাটক হাইকোর্টও স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে আদালত। কীভাবে পদপিষ্টের ঘটনা ঘটল, কীভাবে এই বিপদ এড়ানো যেত, তা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্যও পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

