Accidental Death: ভিড়ের চাপে ট্রেন থেকে ছিটকে পড়লেন কনস্টেবল, রেললাইনেই ৭ ঘণ্টা পড়ে থেকে মৃত্যু

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 28, 2024 | 3:56 PM

Police Constable: ট্রেন থেকে পড়ে মাথায় ও হাতে গুরুতর চোট পান ওই পুলিশ কর্মী। প্রবল বৃষ্টির কারণে কেউ দেখতেই পাননি যে রেললাইনের ধারে পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী। প্রায় সাত ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে থাকেন কনস্টেবল।

Accidental Death: ভিড়ের চাপে ট্রেন থেকে ছিটকে পড়লেন কনস্টেবল, রেললাইনেই ৭ ঘণ্টা পড়ে থেকে মৃত্যু
লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু।
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু পুলিশ কনস্টেবলের। সাত ঘণ্টা ধরে রেললাইনের ধারে পড়েই কাতরালেন পুলিশ কর্মী। প্রবল বৃষ্টির জেরে কেউ নাকি খেয়ালই করেননি তাঁকে! ট্রাকের ধারেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। পরেরদিন  এক ব্যক্তি দেখতে পান ট্রাকের পাশে ওই পুলিশকর্মী পড়ে রয়েছেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম অমিত জ্ঞানেশ্বর গোন্দ। তিনি আন্ধেরি রেলওয়ে থানায় কর্মরত ছিলেন। ডিউটি শেষে মুম্বই লোকালে চেপেই তিনি ডোম্বিভালি ফিরছিলেন। রাত ১১টা নাগাদ তিনি প্রথমে দাদরের ট্রেন ধরেন। এবং সেখান থেকে ডোম্বিভালির ট্রেনে চাপেন। ভিড়ের চাপে ভান্ডুপ ও নাহুর রেল স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান।

ট্রেন থেকে পড়ে মাথায় ও হাতে গুরুতর চোট পান ওই পুলিশ কর্মী। প্রবল বৃষ্টির কারণে কেউ দেখতেই পাননি যে রেললাইনের ধারে পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী। প্রায় সাত ঘণ্টা ওই অবস্থাতেই পড়ে থাকেন কনস্টেবল। সকাল সাতটা নাগাদ এক ব্যক্তি দেখতে পান যে রেল ট্রাকের পাশে পুুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

এই খবরটিও পড়ুন

কুরলা থানার পুলিশ ওই কনস্টেবলকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।

Next Article