Drug Recovery: ডার্ক ওয়েবে অর্ডার, ব্যাংকক থেকে ঢুকেছিল ৪৩ লাখ টাকার হাইব্রিড মাদক

Soumya Saha |

Jun 02, 2024 | 9:25 PM

Drug Smuggling Attempt: জানা যাচ্ছে সুরাটের ওই আবাসনে পার্থ মন্দিরওয়ালা নামে এক ব্যক্তি থাকতেন। সেই ব্যক্তির নামেই ওই বিপুল পরিমাণ মাদক অর্ডার করা হয়েছিল। যদিও পুলিশি অভিযানের সময় পার্থ মন্দিরওয়ালা নামে ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না।

Drug Recovery: ডার্ক ওয়েবে অর্ডার, ব্যাংকক থেকে ঢুকেছিল ৪৩ লাখ টাকার হাইব্রিড মাদক
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Network

Follow Us

সুরাট: ডার্ক ওয়েব ব্যবহার করে অর্ডার করা হয়েছিল হাইব্রিড গাঁজা ও মাদক। ব্যাংকক থেকে সেই উন্নত মানের নেশাদ্রব্য ঢুকেছিল সুরাটের এক আবাসনে। গোপন সূত্র মারফত সেই খবর গিয়েছিল পুলিশের কাছে। সেই মতো এক বিশেষ অভিযানে সুরাটের ওই আবাসন থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করল পুলিশ। সুরাটের স্থানীয় পুলিশ সূত্রে খবর, গাঁজা-সহ আরও যা যা মাদকদ্রব্য উদ্ধার হয়েছে, কালো বাজারে সেই সবের আনুমানিক দাম প্রায় ৪৩ লাখ টাকা।

জানা যাচ্ছে সুরাটের ওই আবাসনে পার্থ মন্দিরওয়ালা নামে এক ব্যক্তি থাকতেন। সেই ব্যক্তির নামেই ওই বিপুল পরিমাণ মাদক অর্ডার করা হয়েছিল। যদিও পুলিশি অভিযানের সময় পার্থ মন্দিরওয়ালা নামে ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। তবে তার বাড়ি থেকে ৪৩ লাখ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশের তরফে দাবি করা হচ্ছে, ডার্ক ওয়েব এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাদক কারবারীরা বিদেশ থেকে মাদকদ্রব্য অর্ডার করেছিল। শহরের পশ এলাকায় কম বয়সি যুবকদের কাছে সেগুলি বিক্রি করার প্ল্যান করেছিল মাদকের চোরা ব্যবসায়ীরা। কিন্তু সেই খবর গোপন সূত্র মারফত পৌঁছে গিয়েছিল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের গোয়েন্দাদের কাছে। সেই মতো সুরাটের কৃষ্ণকুঞ্জ সোসাইটিতে হানা দেন তদন্তকারী অফিসাররা। পুলিশ সূত্রে খবর, এই আবাসনের বাসিন্দা পার্থ মন্দিরওয়ালা ডার্ক ওয়েব ব্যবহার করে ব্যাংকক থেকে মাদক কিনছিল।

Next Article