Telangana Assault Case: ‘সেক্স করবে আমার সঙ্গে?’, পুলিশকর্মীর বাড়িতে বই আনতে গিয়ে অবাক মহিলা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 13, 2022 | 7:09 PM

Physical Assault: সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিয়োতে ওই মহিলা জানিয়েছেন, বিভিন্নভাবে তাঁকে যৌন হেনস্থা করেছিল ওই পুলিশ আধিকারিক।

Telangana Assault Case: সেক্স করবে আমার সঙ্গে?, পুলিশকর্মীর বাড়িতে বই আনতে গিয়ে অবাক মহিলা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

হায়দরাবাদ: সাধারণ মানুষের ওপর হওয়া যে কোনও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার গুরুদায়িত্ব সরকার পুলিশের হাতেই তুলে দিয়েছে। তেলঙ্গানাতে পুলিশের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। দক্ষিণী রাজ্যের কুমুরাম ভীম আসিফবাদ জেলার এক থানায় কর্মরত পুলিশের সাব ইনস্পেক্টের বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। পুলিশের কনস্টেবল পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করার নাম করে ওই মহিলাকে যৌন হেনস্থা করেছে ওই পুলিশ আধিকারিক, এমনটাই অভিযোগ। যৌন হেনস্থার অভিযোগে হায়দরাবাদের সার্কেল ইনস্পেক্টের গ্রেফতারির পরের দিনই এমন ঘটনার কথা সামনে আসায় গোটা রাজ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, রেব্বেনা থানায় কর্মরত ওই পুলিশ আধিকারিক ওই মহিলাকে যৌন হেনস্থা করেছেন। ১২ জুলাই ওই মহিলা সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো পোস্ট করে তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের কথা তুলে ধরেন। সেখানেই ওই পুলিশকর্মীর কথা বলা হয়েছিল। মহিলা জানিয়েছে, বই দেওয়ার নাম করে ওই পুলিশকর্মী তাঁকে বাড়িতে ডেকেছিল। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকের বাড়িতে যেতে অস্বীকার করলেও জোড়াজুড়ি করায় বই আনার জন্য অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। সেখানে তাঁকে সরাসরি যৌনতার প্রস্তাব দিয়েছিল ওই পুলিশ আধিকারিক, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা মহিলা। এমনকী তাঁর উচ্চতা ও ওজন যাচাইয়ের নাম করে বিভিন্ন ব্যক্তিগত স্থানে হাত দিয়েছিলেন ওই পুলিশ আধিকারিক।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ভিডিয়োতে ওই মহিলা জানিয়েছেন, বিভিন্নভাবে তাঁকে যৌন হেনস্থা করেছিল ওই পুলিশ আধিকারিক। এমনকী নানা অছিলায় তাঁকে প্রতিনিয়ত বাড়িতেও ডাকত সে। ভিডিয়োতে মহিলা বলেন, “যখন আমি গোটা ঘটনার কথা মহিলা কনস্টেবলদের জানিয়েছিলাম, তাঁরা তখন আমাকে বিষয়টি চেপে যেতে বলেছিলেন।” মহিলার ভিডিয়ো পোস্ট হওয়ার পরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং প্রাথমিকভাবে ওই পুলিশ আধিকারিককে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, অতীতেও ওই পুলিশ আধিকারিকের নামে আরও ২ টি যৌন হেনস্থার অভিযোগ রয়েছে।

Next Article