নয়া দিল্লি: ট্রেন বা মেট্রো রেলের কামরায়, রেলওয়ে প্ল্যাটফর্মে বা জনবহুল রাস্তার মাঝে দাঁড়িয়ে হঠাৎ করে নেচে ওঠার ঘটনার কথা ইদানিংকালে আকছার শোনা যায়। এবার এরকম এক ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ভিড়বহুল ট্রেনের কামরার মধ্যে এক জনপ্রিয় ভোজপুরী গানের সঙ্গে ওয়েস্টার্ন পোশাক পরে এক সঙ্গীর সঙ্গে নাচছেন এক যুবতী। সেই ভিডিয়োটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক লাইক পড়ে যায়। যদিও এই ঘটনাটি অনেকেই ভালভাবে দেখছে না। রেল কর্তৃপক্ষের কাছে পদক্ষেপ করারও দাবি তুলেছে। জানেন ওই যুবতী কে?
ভাইরাল হওয়া ভিডিয়োটি থেকে জানা যাচ্ছে, ওই যুবতীর নাম জয়া জেরি। তিনি একজন জনপ্রিয় ডান্সার এবং কনটেন্ট নির্মাতা। ইন্ডিয়াস গট ট্যালেন্ট সিজন-৯ -এ রানার হয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ১.৭ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে। জেরির এনার্জিটিক ডান্সিং ভিডিয়োতেই ভর্তি তাঁর ইনস্টাগ্রাম পেজ। এই ভিডিয়োটিও জেরি নিজেই তাঁর ইনস্টা-পেজে পোস্ট করেছেন।
ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কালো জিনসের সঙ্গে ধূসর রঙের টপ পরে ট্রেনের ভিড়বহুল কামরার মধ্যেই নাচছেন জেরি। কেশরী লাল যাদবের জনপ্রিয় ভোজপুরী গান সাজ কে সাওয়ার কে গানের তালে নাচছেন তিনি। ভিডিয়োর শেষে দেখা যাচ্ছে, জেরির এক বন্ধুও তাঁর সঙ্গে নাচে সামিল হয়েছেন।
জেরি নিজে তাঁর ইনস্টা-অ্যাকাউন্টে ট্রেনের কামরায় নাচের ভিডিয়োটি পোস্ট করেছেন এবং শিরোনামে লিখেছেন, ভোজপুরীপ্রেমী, এটা কেমন ছিল বলুন। জেররি এই ভিডিয়োটিতে ১.৭ লক্ষের বেশি লাইক পড়েছে এবং ৭০ লক্ষ বার দেখা হয়েছে। অনেক কমেন্টও পড়েছে। যার মধ্যে অনেকেই জেরির আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। তবে অনেকে ট্রেনের কামরার ভিতর এই ঘটনাটিকে আপদ বলে কটাক্ষ করেছেন। রেল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি জানিয়েছেন নেটিজেনদের অনেকে।