মিরাট: নৃশংস! দ্বাদশ শ্রেণির ছাত্রকে মারধর করে তার গায়ে প্রস্রাব করার ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাট। সেই নৃশংস ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োর প্রেক্ষিতে ইতিমধ্যে অভিযুক্ত ৪ জনকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মিরাটের বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রকে নিগ্রহের ঘটনাটি ঘটেছে গত ১৩ নভেম্বর। সেদিন সে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিল। সেখান থেকে রাতে নিজের বাড়িতে ফিরছিল। তখনই কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মারধর করে। গায়ে প্রস্রাব করা হয় বলে অভিযোগ।
এদিকে, ছাত্রটি বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। পরদিন সকালে সে বাড়িতে ফিরে আসে এবং তাকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করার ঘটনাটি জানায়। তবে লজ্জায় তার গায়ে প্রস্রাব করার ঘটনাটি জানাতে পারেনি ওই কিশোর। এরপর ওই ছাত্রের পরিবারের তরফে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ প্রথমে কোনও অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ। তবে ছাত্রটিকে মারধর ও গায়ে প্রস্রাব করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তখনই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। তারপর গত ১৬ নভেম্বর ফের থানায় গিয়ে গোটা বিষয়টি জানায় অভিযুক্তের বাবা। এরপর পুলিশ এই ঘটনায় মামলা রুজু করে।
তারপর পুলিশ তদন্তে নেমে ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে অভিযুক্ত ৪ জনকে শনাক্ত করে। যার মধ্যে ২ জন ওই কিশোরের বন্ধু। এদের মধ্যে রবিবার রাতেই একজনকে গ্রেফতার করে মিরাট পুলিশ। সোমবার সকালে আরও ৩ জন গ্রেফতার হয়। মিরাটের এসপি সিটি পীযূষ সিং বলেন, মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা কেন ছাত্রটির উপর ওইভাবে হামলা চালাল তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।