Tunnel News: ভিজে আছে পাহাড়ের দেওয়াল, শ্রমিকদের উদ্ধারকাজে নতুন আশঙ্কার মেঘ

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Nov 27, 2023 | 6:58 PM

Uttarkashi tunnel: সুড়ঙ্গে ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাজ করতে গিয়ে পাহাড়ের ভিতরে পাওয়া গিয়েছে জলস্তর। ড্রিলিংয়ের কাজ যত এগোচ্ছে, ততই পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসছে জল। ভিজে রয়েছে পাহাড়ের দেওয়াল। যা উদ্বেগ বাড়াচ্ছে ভার্টিক্যাল ড্রিলিংয়ে যুক্ত উদ্ধারকারী দলের সদস্য এবং ইঞ্জিনিয়ারদের।

Tunnel News: ভিজে আছে পাহাড়ের দেওয়াল, শ্রমিকদের উদ্ধারকাজে নতুন আশঙ্কার মেঘ
সুড়ঙ্গের পাহাড়ের গা বেয়ে নামছে জল।

Follow Us

উত্তরকাশী: দু-সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও সিলকিয়ারা সুড়ঙ্গের (Silkyara Tunnel) ভিতর আটকে শ্রমিকেরা। তাঁদের উদ্ধার করতে ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাজ জোরকদমে হচ্ছে। সোমবার দুপুরের মধ্যেই ভার্টিক্যালি ৩০ মিটার ড্রিল করা হয়ে গিয়েছে। ৮ ইঞ্চি পাইপ ৭৫ মিটার পর্যন্ত চলে গিয়েছে। কিন্তু, এর মধ্যেই নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে। পাহাড়ের ঢালাই করা অংশে জল বেরিয়ে আসছে। ভিজে আছে পাহাড়ের দেওয়াল। যা উদ্ধারকারী দলের কাছে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

সুড়ঙ্গে ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাজ করতে গিয়ে পাহাড়ের ভিতরে পাওয়া গিয়েছে জলস্তর। ড্রিলিংয়ের কাজ যত এগোচ্ছে, ততই পাহাড়ের গা বেয়ে বেরিয়ে আসছে জল। ভিজে রয়েছে পাহাড়ের দেওয়াল। যা উদ্বেগ বাড়াচ্ছে ভার্টিক্যাল ড্রিলিংয়ে যুক্ত উদ্ধারকারী দলের সদস্য এবং ইঞ্জিনিয়ারদের। তাঁদের আশঙ্কা, যে কোনও সময় ধস নামতে পারে।

যদিও আশ্বাসবাণী শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, পাহাড়ের ভিতর জলস্তর বিপজ্জনক সীমায় নেই। স্বাভাবিক নিয়মেই কাজ চলছে। ড্রিলিংয়ের মাঝে কিছুটা জল চলে আসায় কাজে সমস্যা হলেও যে পরিমাণ জল রয়েছে তা বিপজ্জনক হবে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি মুহূর্তে ভূমিস্তর পর্যালোচনা করা হচ্ছে বলেও তাঁরা জানিয়েছেন। সব ঠিকঠাক চললে আর তিনদিন অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যেই ভার্টিক্যাল ড্রিলিংয়ের কাজ শেষ হয়ে যেতে পারে বলেও মনে করছেন উদ্ধারকারী দলের আধিকারিকেরা। ফলে দ্রুত উদ্ধারের আশা দেখা যাচ্ছে। এখন সকলের একটাই প্রার্থনা, পাহাড়ের ভিতর জলস্তর যেন না বাড়ে, উদ্ধারকাজে আর নতুন কোনও বিপদ না আসে।

Next Article