Horror: মর্মান্তিক! কাঁটা-কম্পাস দিয়ে সহপাঠীর উপর ১০৮ বার হামলা চতুর্থ শ্রেণির ছাত্রের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 27, 2023 | 5:40 PM

Indore news: শিশুদের মধ্যেও বাড়ছে নৃশংসতা। ক্লাসে সহপাঠীর সঙ্গে বচসা শুরু হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয়। তারপর রাগে জ্যামিতির কম্পাস দিয়ে সহপাঠীর উপর হামলা চালানোর অভিযোগ উঠছে চতুর্থ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। একবার নয়, পরপর ১০৮ বার সে কম্পাস দিয়ে সহপাঠীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ।

Horror: মর্মান্তিক! কাঁটা-কম্পাস দিয়ে সহপাঠীর উপর ১০৮ বার হামলা চতুর্থ শ্রেণির ছাত্রের
প্রতীকী ছবি।

Follow Us

ইন্দোর: শিশুদের মধ্যেও বাড়ছে নৃশংসতা। ক্লাসে সহপাঠীর সঙ্গে বচসা শুরু হয়েছিল। কয়েক মিনিটের মধ্যে বচসা হাতাহাতিতে পরিণত হয়। তারপর রাগে জ্যামিতির কম্পাস (compass) দিয়ে সহপাঠীর উপর হামলা চালানোর অভিযোগ উঠছে চতুর্থ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। একবার নয়, পরপর ১০৮ বার সে কম্পাস দিয়ে সহপাঠীর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। নৃশংস ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ইন্দোরে (Indore) একটি বেসরকারি স্কুলে। ঘটনার তদন্তে নেমেছে শিশু কল্যাণ কমিটি (CWC)।

ইন্দোরের এরোড্রোম থানার অন্তর্গত বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্রের কম্পাস দিয়ে সহপাঠীর উপর হামলা চালানোর ঘটনাটি ঘটেছে গত ২৪ নভেম্বর। অভিযুক্ত ছাত্রের বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই তার এই ধরনের হিংসাত্মক আচরণে হতবাক আক্রান্তের বাবা। গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এরোড্রোম থানায় ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে কেন তাঁর ছেলের উপর এরকম হিংসাত্মক আচরণ করা হল, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। স্কুল কর্তৃপক্ষ তাঁকে সিসিটিভি ফুটেজ দেয়নি বলেও তাঁর অভিযোগ।

প্রাথমিক স্কুলের ছাত্রের কম্পাস দিয়ে সহপাঠীকে হামলা করার খবরটি পৌঁছেছে শিশু কল্যাণ কমিটির কাছেও। ১০ বছর বয়সি ছাত্রের এই আচরণে হতবাক CWC-র চেয়ারপার্সন পল্লবী পোরওয়াল। তাঁর কথায়, “এটি খুবই মর্মান্তিক ঘটনা। এই বয়সের শিশু কেন এরকম হিংস্র আচরণ করল, তা জানতে আমরা পুলিশের কাছে তদন্ত রিপোর্ট চেয়েছি।” অন্যদিকে, আক্রান্ত ছাত্রের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে এবং ১০ বছর বয়সি অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ইন্দোরের এসিপি বিবেক সিং চৌহান।

Next Article