Giriraj Singh: ১০০ দিনের টাকা চাইতে গিয়ে খেজুর গুড় আর তালের রস নিয়ে আলোচনা হল দুই মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 07, 2022 | 7:45 PM

Giriraj Singh: প্রদীপ মজুমদারের দাবি, 'এত বড় প্রকল্প, কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে।' কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাসও দিয়েছেন তাঁকে।

Giriraj Singh: ১০০ দিনের টাকা চাইতে গিয়ে খেজুর গুড় আর তালের রস নিয়ে আলোচনা হল দুই মন্ত্রীর

Follow Us

নয়া দিল্লি: ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে বারবার কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। সোমবার সেই দাবি নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে এদিনের সাক্ষাতে যে তেমন কোনও তিক্ততা ছিল না, সেটাই বোঝা গেল মন্ত্রীর বক্তব্যে। এদিন বকেয়া টাকা নিয়ে আলোচনা হলেও, সব শেষে গিরিরাজ সিং ও প্রদীপ মজুমদারের আলোচনায় খেঁজুরের গুড়, তালের রসের কথাও উঠে আসে। পশ্চিমবঙ্গে কোন কোন ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা আছে, তা নিয়েও আলোচনা হয়। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী যখন দিল্লিতে, তখনি গিরিরাজ সিং-কে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১০০ দিনের কাজে রাজ্যে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

বকেয়া টাকার দাবি নতুন নয়। রাজ্যের দাবি, সব মিলিয়ে প্রায় ৬৭৪০ কোটি টাকা বকেয়া আছে। পাশাপাশি, নতুন কাজের অনুমোদনও দেওয়া হচ্ছে না। এই বিষয়েই এদিন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রদীপ মজুমদারের। তিনি জানান, আলোচনার পর তাঁর মনে হয়েছে, পশ্চিমবঙ্গকে কতটা সমস্যায় ফেলেছে কেন্দ্র, তা উপলব্ধি করেছেন গিরিরাজ সিং।

প্রদীপ মজুমদার সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গিরিরাজ সিং দেশি খেজুর নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। পাশাপাশি, তালের রস থেকে কীভাবে অন্যান্য সম্পদ তৈরি করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন গিরিরাজ সিং। আর বকেয়া টাকা নিয়ে সমস্যা কি মিটল? প্রদীপ মজুমদারের দাবি, ‘এত বড় প্রকল্প, কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে।’

আবার অন্যদিকে, এদিনই রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য সরকার এমজিএনআরইজিএ (MGNREGA)-র টাকা চুরি করে এতদিন চালিয়েছে। ধরা পড়ে যাওয়ায় ও টাকার হিসেব দিতে না পারায় রাজ্য সরকার বেকায়দায় পড়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু আরও দাবি করেছেন, মিথ্যা কর্মসংস্থানের নামে ‘ভুয়ো’ তালিকা তৈরি করছে পশ্চিমবঙ্গের এই দুর্নীতিগ্রস্ত সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রাম বাংলার ভোটারদের ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Next Article