Chandrayaan-3 Update: চাঁদের বুকে প্রজ্ঞানের সেঞ্চুরি, রাত হতেই ঘুমের দেশে ল্যান্ডার-রোভার, কবে জেগে উঠবে?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 03, 2023 | 7:37 AM

Rover Pragyan:  শনিবারই ইসরোর তরফে টুইট করে বলা হয়, "প্রজ্ঞান ১০০*। চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে এবং এখনও এগিয়ে চলেছে।" 

Chandrayaan-3 Update: চাঁদের বুকে প্রজ্ঞানের সেঞ্চুরি, রাত হতেই ঘুমের দেশে ল্যান্ডার-রোভার, কবে জেগে উঠবে?
চন্দ্রপৃষ্ঠের ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: চাঁদের পর সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশযান। রবিবারই সূর্যের শেষ কক্ষপথের উদ্দেশে রওনা দেয় ইসরোর আদিত্য এল-১ মহাকাশযান। ১২৫ দিন পর তা নিজের গন্তব্য়ে পৌঁছবে। সৌর অভিযানের দিকে যখন গোটা দেশের নজর, সেই সময়ই চন্দ্রযান নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট দিল ইসরো। জানানো হল, সেঞ্চুরি করেছে প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে রোভার প্রজ্ঞান। গুটি গুটি পায়ে এই ক’দিনেই বেশ অনেকটা দূরত্ব পার করে ফেলেছে প্রজ্ঞান। এবার বিশ্রামের পালা। চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়বে রোভার প্রজ্ঞান।

শনিবারই ইসরোর তরফে টুইট করে বলা হয়, “প্রজ্ঞান ১০০*। চাঁদের মাটিতে প্রজ্ঞান রোভার ১০০ মিটার পথ অতিক্রম করে ফেলেছে এবং এখনও এগিয়ে চলেছে।”

গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-৩। ৪০ দিনের যাত্রাপথ পার করে অবশেষে গত ২৩ অগস্ট চাঁদের বুকে পা রাখে ল্যান্ডার বিক্রম। তার কয়েক ঘণ্টা পরই ল্যান্ডারের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। তারপর থেকেই তথ্য সংগ্রহের কাজ করছে প্রজ্ঞান। তবে এবার বিশ্রামের পালা। চাঁদে রাত নামতে শুরু করেছে। ফলে আগামী ১-২ দিনের মধ্যেই ঘুম পাড়িয়ে দেওয়া হবে রোভার প্রজ্ঞানকে।

ইসরোর চেয়ারম্যান এস সেমনাথ জানান, চাঁদের বুকে রাতে টিকে থাকার জন্য রোভারকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আগমী ২-১ দিনের মধ্যেই এই কাজ করা হবে। এর কারণও ব্যাখ্যা করেন ইসরোর প্রধান। তিনি জানান,  রাত নামলে চাঁদের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রিতে পৌঁছতে পারে। এই প্রবল ঠাণ্ডায় যাতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান ঠিক থাকে, তার জন্যই স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হবে। ১৪ দিন বাদে আবার সূর্য উঠলে, চাঁদে ফের কাজ শুরু করবে রোভার। বিজ্ঞানীদের আশা, প্রবল ঠাণ্ডায় যদি ল্যান্ডার ও রোভার ঠিক থাকে, তবে আরও ১৪ দিন কাজ করতে পারবে।

Next Article